reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০১৯

বদল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া স্টার্স শুরুতে নাম লিখিয়েছিল সেন্ট লুসিয়া জুকস হিসেবে। কিন্তু আগামী আসরে সেন্ট লুসিয়া স্টার্সকে বাদ দেওয়ায় নতুন মালিকানায় আসছে আসরে ফের পুরোনো নামে অংশ নিতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

২০১৩ সালে সিপিএলের উদ্বোধনী আসরে দলটির অভিষেক হয়েছিল সেন্ট লুসিয়া জুকস নামে। তবে ২০১৭ সালে তারা নাম পাল্টে হয়ে যায় সেন্ট লুসিয়া স্টার্স। তখন থেকে রয়েল স্পোর্টস ক্লাব সেন্ট লুসিয়া ভিত্তিক ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব পালন করে আসছিল।

তবে ভেতরকার খবর, পাওনা পরিশোধে ব্যর্থ হওয়ায় সিপিএলের আসন্ন আসরে তাদের অংশগ্রহণের অনুমতি প্রদানে আগ্রহী নয় টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সে কারণে নতুন ফ্র্যাঞ্চাইজিকে দেওয়া হয়েছে এর দায়িত্ব। যদিও রয়েল স্পোর্টস ক্লাবটি টুর্নামেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। তারা সরাসরি বলেছে, ‘এই সিদ্ধান্তের ঘোরতর বিরোধিতা করছি। নিজেদের কর্তৃত্ব রক্ষায় আমরা যে কোনো পদক্ষেপ নেওয়ার পক্ষে একমত পোষণ করেছি।’

সিপিএলের উদ্বোধনী আসর থেকেই সেন্ট লুসিয়া জুকসকে নেতৃত্ব দিয়ে আসছেন দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। তবে স্যামির নেতৃত্বে শিরোপা জেতা তো দূরের কথা, কখনো ফাইনালে খেলার যোগ্যতাটুকুও অর্জন করতে পারেনি দলটি। সর্বোচ্চ সাফল্য বলতে ২০১৬ আসরে তৃতীয় হওয়া। তবুও সপ্তম আসরে সেই স্যামির ওপরই ভরসা রাখছে সেন্ট লুসিয়া। নাম ও মালিকানা বদলানোর পর এবার যদি ভাগ্যটাও বদলায়!

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close