ক্রীড়া ডেস্ক

  ১৫ আগস্ট, ২০১৯

‘রেকর্ড মাস্টার’ নাদাল!

রজার্স কাপের পুরুষ এককে প্রত্যাশিতভাবেই চ্যাম্পিয়ন হয়েছেন রাফায়েল নাদাল। সম্প্রতি কানাডার মন্ট্রিয়লে বিগ ফাইনালে ক্যারিয়ারের প্রথম সাক্ষাতে রাশিয়ান প্রতিদ্বন্দ্বী দানিল মেদভেদেভকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে খেতাব ধরে রেখেছেন স্প্যানিয়ার্ড তারকা। এ জয়ে ক্লে কোর্টের বাইরে (হার্ড সার্ফেসে) প্রথমবার খেতাব ধরে রাখলেন তিনি। মেদভেদেভ পুরো টুর্নামেন্টে দারুণ খেলে আসলেও অভিজ্ঞ নাদালের কাছে ফাইনালে আর পেরে ওঠেননি। রাশিয়ান তরুণ এ ম্যাচের আগে কোনো পয়েন্টই হারাননি। সেই তিনি ফাইনালে ছিলেন একেবারেই নিষ্প্রভ। নাদালের পক্ষে ম্যাচের ফল ৬-৩, ৬-০।

এ নিয়ে পঞ্চমবার রজার্স কাপ শিরোপা জিতলেন রাফা। এর আগে ২০০৫, ২০০৮, ২০১৩ এবং গত বছর কানাডা থেকে এই শিরোপা নিয়ে ঘরে ফিরেছিলেন রাফা। টেনিস বিশ্ব নাদালকে চিনেছে মূলত রজার্স কাপের মাধ্যমেই। ২০০৫ আসরের ফাইনালে টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসিকে হারিয়ে প্রথমবার বিশ্ববাসীর নজরে আসেন এই স্প্যানিশ স্টার। এদিকে, মাস্টার্সের ১০০০তম লেভেলে এ নিয়ে ৩৫তম শিরোপা জিতলেন দেড় ডজন গ্র্যান্ড স্লামের মালিক নাদাল। অ্যাসোসিয়েশন অব টেনিস প্রফেশনালস (এটিপি) ট্যুরে এটিই এখন সর্বাধিক ট্রফি জয়ের রেকর্ড। তবে রজার্স কাপ জিতলেও চলমান সিনিসিনাটি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন রাফা। কারণ হিসেবে জানিয়েছেন, ২৬ আগস্ট থেকে শুরু হতে চলা যুক্তরাষ্ট্র ওপেনের প্রস্তুতি নিতে চান তিনি। রজার্স কাপ জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করেই নিউইয়র্কে পা রাখতে চান ৩৩ বছর বয়সি টেনিস বিস্ময়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close