reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০১৯

অবসর

সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ডাচ তারকা ওয়েসলি স্নেইডার। এর মধ্য দিয়ে ইতি ঘটল ১৭ বছরের এক বর্ণাঢ্য ক্যারিয়ারের। গত বছর নেদারল্যান্ডসের জার্সি তুলে রেখেছিলেন, এবার পেশাদার ক্যারিয়ারকেই বিদায় বললেন তিনি। ঘরের ক্লাব উটরেখটের মিডিয়া সংক্রান্ত চাকরিতে যোগ দিয়ে এক ইউটিউব চ্যানেলে এসে অবসরের কথা জানান স্নেইডার, ‘এই শহরের সঙ্গে আমার সম্পর্ক অনেক গভীর। আমি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি ও দারুণ এই জায়গায় নিজের স্মৃতি ভাগাভাগি করতে যাচ্ছি।’

৩৫ বছর বয়সি এই অ্যাটাকিং মিডফিল্ডার নিজের ক্যারিয়ারে প্রচুর সফলতা পেয়েছেন। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিততে না পারলেও ২০১০ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ফাইনালে তোলার অন্যতম কারিগর ছিলেন। তবে ক্লাব ফুটবল স্নেইডারের দুই হাত ভরে দিয়েছে। রিয়াল মাদ্রিদের পর ইন্টার মিলানে খেলে জিতেছেন ক্লাব ট্রেবলের মর্যাদা। হোসে মরিনহোর অধীনে চ্যাম্পিয়নস লিগ, সিরি’এ ও কোপা ইতালিয়া জয় করেছিলেন। এরপর তুরস্কের গ্যালাতাসারাই ও ফ্রান্সের নিস ঘুরে সর্বশেষ কাতারের ক্লাব আল ঘারাফার হয়ে খেলেছেন। যদিও ইনজুরির কারণে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। নেদারল্যান্ডসের হয়ে রেকর্ড ১৩৪ ম্যাচ খেলা স্নেইডার তার ক্যারিয়ারে সব ক্লাবের হয়ে ৫৭৪টি ম্যাচ খেলেছেন। গোল করেছেন ১৫৫টি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close