reporterঅনলাইন ডেস্ক
  ১৫ আগস্ট, ২০১৯

ক্লান্তি

সেই মার্চ মাস থেকে একটানা খেলে চলেছেন মইন আলি। স্বাভাবিকভাবেই ক্লান্তি ভর করার কথা বিশ্বকাপজয়ী ইংলিশ অলরাউন্ডারের। তা ছাড়া বিরতিহীনভাবে খেলে যাওয়াটা তার পারফরম্যান্সেও বড় ধরনের প্রভাব ফেলে আসছিল। তবুও একবারের জন্যও বোর্ডকে মুখ ফুটে বলেননি, ‘বিশ্রাম চাই।’

তবে মহামর্যাদার অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে মইনের ‘কা--কারখানা’ দেখে লর্ডস টেস্ট থেকে তাকে ছেঁটে ফেলেছেন নির্বাচকরা। এই নিয়ে এতদিন চুপচাপ থাকলেও কাল মুখ খুলেছেন মইন। তার দাবি, তাকে দল থেকে বাদ দেওয়া হয়নি; বরং তার অনুরোধেই নাকি বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ক্লান্তি ভর করায় কিছুদিন প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন মইন নিজেই।

বার্মিংহাম টেস্টে একেবারেই বিবর্ণ ছিলেন মইন আলি। ১৭২ রান খরচায় নিয়েছেন মাত্র ৩টি উইকেট। ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। ০ আর ৪ রানই ছিল তার ঝুলিতে। মইনের বিশ্রামের বিষয়ে যুক্তি তুলে ধরেছেন তার কাউন্টি ক্লাব উরস্টারশায়ার র‌্যাপিডসের কোচ অ্যালেক্স গিডম্যান, ‘সে মনে করছে এটা (বিশ্রাম) তার ভীষণ প্রয়োজন। আমরা পুরোপুরি এমন সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই। কারণ ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ওর খুব বেশি ব্যস্ততা গেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close