ক্রীড়া ডেস্ক

  ১৫ আগস্ট, ২০১৯

এমসিসির আজীবন সদস্য ডি ভিলিয়ার্স

মেরিলেবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) সম্মানসূচক আজীবন সদস্যপদ পেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও দেশটির ব্যাটিং বিস্ময় এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেটের আইন প্রণয়ন থেকে শুরু করে খেলাটির প্রসারে কাজ করে আসছে এমসিসি। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ড তাদেরই মালিকানাধীন স্টেডিয়াম। ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের হোম গ্রাউন্ডও লর্ডস। আর এই দলটির হয়ে পাঁচ ম্যাচ খেলেই এমন সম্মাননা পেলেন ‘মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি’।

মিডলসেক্সের হয়ে অভিষেক ম্যাচে এসেক্সের বিপক্ষে ৪৩ বলে অপরাজিত ৮৮ রান করেন ডি ভিলিয়ার্স। আর সব মিলিয়ে পাঁচ ম্যাচ খেলে তিনটিতেই তুলে নেন হাফ সেঞ্চুরি।

এমসিসির এমন সম্মাননা পেয়ে ডি ভিলিয়ার্স বলেন, ‘সবাই জানে, লর্ডস বিশ্বের সেরা গ্রাউন্ড। আর এখানকার সদস্যপদ পাওয়াটা বেশ সম্মানের।’ গেল বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা ডি ভিলিয়ার্স প্রোটিয়াদের হয়ে ১১৪টি টেস্ট খেলে ৫০.৬৬ গড়ে ও ২২টি সেঞ্চুরিসহ ৯ হাজারের মতো রান করেছেন। টেস্টের চেয়ে সাদা বলে আরও সমৃদ্ধ ছিল এবির ক্যারিয়ার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close