reporterঅনলাইন ডেস্ক
  ১১ আগস্ট, ২০১৯

এক স্লিপ

অস্ত্রোপচার

হাল ছাড়ার পাত্র নন সুরেশ রায়না। ফের ভারতীয় জাতীয় দলে প্রত্যাবর্তনের স্বপ্নে বিভোর তিনি। তবে আগামী দেড় মাস দেশের জার্সি গায়ে জড়ানোর লড়াই থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। শুক্রবার নেদারল্যান্ডসে রায়নার বাঁ-হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে। ফলে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই বাঁহাতি ব্যাটসম্যানকে।

বেশ কিছুদিন ধরে হাঁটুর সমস্যায় ভুগছিলেন রায়না। গত মৌসুমেও একই সমস্যায় বেশকিছু ম্যাচ মিস করেছেন। ফলে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন তিনি। রায়নার হাঁটুর অস্ত্রোপচার করেছেন ডাচ সার্জন ভ্যানডার হোয়েভেন। অস্ত্রোপচারের পর তিনি বলেন, ‘সুরেশ রায়নার হাঁটুতে সফল সার্জারি হয়েছে। আগামী ছয় সপ্তাহ তাকে পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে।’ এখনো আন্তর্জাতিক ক্রিকেটকে ‘গুডবাই’ না বললেও বিরাট কোহলির দলে ব্রাত্য রায়না। ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন গত বছর ইংল্যান্ড সফরে। তারপর দলে জায়গা হারান ৩২ বছর বয়সি এই ক্রিকেটার। ফলে অনেক ক্রিকেটবোদ্ধা মনে করছেন, বাতিলের খাতায় নাম উঠে গেছে রায়নার। অথচ এই রায়নাই ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের অপরিহার্য সদস্য ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close