ক্রীড়া প্রতিবেদক

  ১০ আগস্ট, ২০১৯

হকির উপদেষ্টা কোচ বানসাল

বাংলাদেশ হকির উপদেষ্টা কোচ হয়ে আসছেন ভারতের অজয় কুমার বানসাল। বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) এরই মধ্যে তাকে উপদেষ্টা কোচ নিয়োগের বিষয়টি চূড়ান্ত করেছে। ১৫ আগস্ট রাতে অভিজ্ঞ এই কোচের ঢাকায় আসার কথা রয়েছে।

আগামী ৯-১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র ওমেন্স এএইচএফ কাপ সামনে রেখে অনূর্ধ্ব-২১ নারী দলের সঙ্গে কাজ করবেন অজয় কুমার বানসাল। এ ছাড়া আগামী বছর ঢাকায় অনুষ্ঠিতব্য জুনিয়র এশিয়া কাপের প্রাথমিক ক্যাম্পও দেখভাল করবেন তিনি। ৬০ বছর বয়সি অজয় কুমার বানসাল ভারতের অন্যতম অভিজ্ঞ হকি কোচ। ভারতের অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-২১ দলের কোচ হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে তিনটি স্বর্ণ ও দুটি রৌপ্য জিতেছেন। ভারতীয় ক্রীড়াঙ্গনে অর্জুন, রাজীব গান্ধী খেলরতœ, দ্রোণাচার্যসহ সব পুরস্কারই জিতেছেন তিনি।

বানসালের প্রধান দায়িত্ব থাকবে সিঙ্গাপুরগামী নারী দলকে প্রস্তুত করা। এ যাত্রায় তিনি ১৫ দিনের জন্য ঢাকায় অবস্থান করবেন। এরপর ফেডারেশন চেষ্টা করবে, তিনি যাতে আরো বেশিদিনের জন্য চুক্তিবদ্ধ হন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close