ক্রীড়া ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৯

দানবীর সালাহ

মিসরের জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে ৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫ কোটি টাকা দান করেছেন লিভারপুল স্ট্রাইকার মোহামেদ সালাহ। বুধবার কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহামেদ উথমান আল-খাস্ত এমনটাই জানিয়েছেন। গেল সোমবার মিসরের রাজধানী কায়রোয় অবস্থিত ক্যানসার ইনস্টিটিউট ভবনের সামনে এক বিস্ফোরণে ২০ জন নিহত ও ৪৭ জন আহত হন। বিস্ফোরণে ভবনের ক্ষতি হলেও রোগী কিংবা স্টাফরা নিরাপদ ছিলেন। রোগীদের এরই মধ্যে ভিন্ন হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরক বোঝাই এক গাড়ি ক্যানসার ইনস্টিটিউটের ভবনে আঘাত হানলে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর সরকারের তরফ থেকে ভবন সংস্কারের ঘোষণা দেওয়া হয়। এর পরই সরকারের পাশে দাঁড়িয়ে হাসপাতালটি সংস্কারের জন্য ৩ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য পাঠান মিসরীয় ফুটবল তারকা সালাহ।

এর আগেও দান করেছেন সালাহ। এর আগে শিশু ক্যানসার হাসপাতালের জন্য নিজ শহরে এক টুকরো জমি ও ১২ মিলিয়ন মিসরীয় পাউন্ড দান করেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close