ক্রীড়া ডেস্ক

  ০৯ আগস্ট, ২০১৯

ঈদের আগেই হাথুরুর সাক্ষাৎকার

নিজ দেশ শ্রীলঙ্কার জাতীয় দল থেকে চাকরি যাওয়া নিশ্চিত হয়ে গেছে চন্ডিকা হাথুরুসিংহের। যে বাংলাদেশ দলের চাকরি ছেড়ে তিনি নিজ দেশে গিয়েছিলেন, সেই বাংলাদেশের কোচ হতে আবারও আবেদন জানাচ্ছেন তিনি! রাসেল ডোমিঙ্গোর সাক্ষাৎকার গ্রহণের পর বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, আরো দুজন প্রার্থী আছে; খুব দ্রুতই তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। সেই দুজনের একজন হাথুরু।

জানা গেছে, আসন্ন ঈদুল আজহার আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবারও সাক্ষাৎকার দেবেন চন্ডিকা হাথুুরুসিংহে। তবে তাকে ডোমিঙ্গোর মতো সশরীরে আসতে হবে না ঢাকায়। যেহেতু তিনি তিন বছর কাজ করে গেছেন বাংলাদেশে, তার সাক্ষাৎকার তাই ফোনেই গ্রহণ করা হবে। সাকিব-তামিমদের কোচ হবেন কি না, সেটি অবশ্য এখনই নিশ্চিত করে বলার উপায় নেই; নিউজিল্যান্ডের মাইক হেসন এগিয়ে আছেন বলেই শোনা যাচ্ছে।

এদিকে, হাথুরুসিংহের শ্রীলঙ্কা অধ্যায় মোটেও সুখকর হয়নি। দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়।

তাছাড়া শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীও হাথুরুকে দুই চোখে দেখতে পারেন না। মূলত মন্ত্রীর চাপেই হাথুরুর চাকরি গেছে। এ অবস্থায় নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে শ্রীলঙ্কার নতুন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে রুমেশ রতœায়েকে নিয়োগ পেয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close