আব্দুস সালাম বাবু, বগুড়া

  ০৯ আগস্ট, ২০১৯

শিক্ষার্থীরাই দেশের ক্রীড়াঙ্গনের হাল ধরবে : মুশফিক

বগুড়া ইউনিক পাবলিক স্কুলে আন্তঃশ্রেণি চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। কাল সকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন প্রতিষ্ঠানের হলরুমে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান তনছের আলী প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বর্তমান দলের অন্যতম ব্যাটিং কা-ারী ও বগুড়ার কৃতি সন্তান মুশফিকুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা এবং দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য। প্রধান অতিথির বক্তব্যে মুশফিকুর রহিম বলেন, ‘প্রতিটি শিক্ষার্থীই আগামী দিনে দেশের ক্রীড়াঙ্গনের হাল ধরবে। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশের সুনাম অর্জন করবে এবং সরকারি-বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সততার সঙ্গে কাজ করবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close