reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০১৯

ঋণ শোধ

ফিজিক্যাল ডিজঅ্যাবিলিটি ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটে শুরুর দিনে মুগ্ধতা ছড়ানো এক অনুভূতির জন্ম দিয়েছেন আফগান তারকা রশিদ খান। টুর্নামেন্টে অংশ নেওয়া আফগানিস্তান শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলকে খেলার সরঞ্জাম উপহার দিয়েছেন এই লেগ স্পিনার। বিশ্বকাপের পর মাত্র ২০ বছর বয়সেই আফগান জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন রশিদ। সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার হয়তো এভাবেই দেশের ক্রিকেটের প্রতি নিজের জমে থাকা ঋণের কিছুটা মেটানোর চেষ্টা করছেন।

শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটে অংশ নেওয়া আফগান দলটি হয়তো তার অনুপ্রেরণা পেয়েই জ্বলে উঠেছিল বাংলাদেশের বিপক্ষে। তার উপহার দেওয়া ব্যাট দিয়েই বাংলাদেশি বোলারদের বেধড়ক পিটিয়েছেন দুই আফগান ব্যাটসম্যান আশরাফ করিমি ও জামিল শাহ। ম্যাচ শেষে আফগানিস্তান শারীরিক প্রতিবন্ধী উইংয়ের প্রধান আল্লাদাদ নুরির ভাষ্য, ‘দলকে শুভেচ্ছা জানাতে মাঠে এসেছিল রশিদ। কিন্তু সে খালি হাতে আসেনি। বেশকিছু ক্রীড়া সামগ্রীও নিয়ে এসেছিল। আমাদের সে বলেছে, আফগান ক্রিকেটের বৃহত্তর কল্যাণের স্বার্থে সে সবকিছুই করতে চায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close