reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০১৯

বর্ণবাদ

বার্সায় থাকতে নিয়মিত খেলার সুযোগ পেতেন না। বেঞ্চে বসে মেসি-সুয়ারেজ-কুতিনহোদের খেলা দেখতে হতো। নিয়মিত খেলার আশায় কিছুদিন আগে রাশিয়ান ক্লাব জেনিত পিটার্সবার্গে যোগ দিয়েছিলেন ম্যালকম। সেখানে গিয়েও শান্তি পাচ্ছেন না ব্রাজিলের তরুণ এই উইঙ্গার। পিটার্সবার্গে সমর্থকদের ভালোবাসা পাচ্ছেন না তিনি। কেন? গায়ের রং কালো বলে?

রাশিয়ান ফুটবলে বর্ণবাদের সমস্যা এখনো কমেনি। বিভিন্ন ক্লাবের সমর্থকরা এখনো ফর্সা খেলোয়াড় ছাড়া কালো বর্ণের কোনো খেলোয়াড় সহ্য করতে পারে না। ফলে সভ্য ও আধুনিক বিশ্বেও বর্ণবাদ সমস্যায় ভুগছেন ম্যালকম। ক্লাবের সমর্থকদের মতে, কালো খেলোয়াড় না খেলানো জেনিতের ‘ঐতিহ্য’।

যদিও এর আগেও কালো বর্ণের খেলোয়াড় দলে এনেছে জেনিত। ক্লাবটিতে খেলে গেছেন বেলজিয়ামের অ্যাক্সেল উইটসেল। উইটসেলও পিটার্সবার্গে পা রাখার পর ম্যালকমের মতো এমন সমস্যার মুখোমুখি হয়েছিলেন। তবে আস্তে আস্তে নিজের পারফরম্যান্স দিয়ে সমর্থকদের মন জয় করে নিয়েছিলেন উইটসেল। ম্যালকমকেও সম্ভবত পারফরম্যান্স দিয়েই সমর্থকদের মন জয় করতে হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close