reporterঅনলাইন ডেস্ক
  ০৭ আগস্ট, ২০১৯

এক স্লিপ

খোঁচা

ভারতের রাজ্যসভায় রোববার পাস হয়েছে কাশ্মীর পুনর্গঠন বিল। এক দিন পরই জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি ভূস্বর্গ থেকে আর্টিক্যাল ৩৭০ প্রত্যাহার করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেয় তারা। সেই বিল পাস হওয়ার পরই জাতিসংঘের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। কাশ্মীর ইস্যুতে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন তিনি।

টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘জাতিসংঘের নিয়মানুযায়ী কাশ্মীরিদের অবশ্যই যথাযথ অধিকার দিতে হবে। আমাদের সবার মতো কাশ্মীরকে স্বাধীনতা দেওয়া উচিত। কেন জাতিসংঘের সৃষ্টি? এটি কি ঘুমাচ্ছে? উপত্যকায় মানবতার বিরুদ্ধে নীরব আগ্রাসন ও অপরাধ অবশ্যই লক্ষ্য করতে হবে। সেখানে মধ্যস্থতা করার জন্য বিশ্ব শান্তি, ভাতৃত্ব ও সৌহার্দ্য স্থাপনের লক্ষ্যে গঠিত সংস্থাকে অবশ্যই ভূমিকা পালন করতে হবে।’এর আগেও কাশ্মীর ইস্যু নিয়ে মন্তব্য করেন আফ্রিদি। সম্প্রতি লন্ডনে শিক্ষার্থীদের সামনে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, ‘কাশ্মীরকে স্বাধীন করে দেওয়া হোক। সেখানে মৃত্যুর মিছিল বন্ধ হোক। মানবতার জয় হোক।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close