ক্রীড়া ডেস্ক

  ০৭ আগস্ট, ২০১৯

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ম্যাককালাম

সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। ৩৭ বছর বয়সি নিউজিল্যান্ডের এই কিংবদন্তি ক্রিকেটার দেশের হয়ে ১০১টি টেস্ট ম্যাচ খেলে মোট ৬ হাজার ৪৫৩ রান করেন। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাচ্ছিলেন এই বিধ্বংসী ব্যাটসম্যান। কিউইয়িদের হয়ে ৭১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২১৪০ রান করলেও ‘ব্যাজ’ নিজের গোটা টি-টোয়েন্টি কেরিয়ারে মোট ৩৭০টি ম্যাচ খেলে ৯ হাজার ৯২২ রান করেন।

কানাডায় চলা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে যুবরাজ, রাসেলদের বিপক্ষে টরেন্টো ন্যাশনালসের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাকে। এরই মাঝে বাংলাদেশের সময় অনুযায়ী সোমবার রাতে নিজের টুইটার অ্যাকাউন্টে নিজের অবসরের কথা ঘোষণা করেন ম্যাককালাম। তিনি বলেন, ‘২০ বছরের আমার ক্রিকেট জীবনকে আমি বিদায় জানাতে চলেছি। এই টুর্নামেন্টই আমার শেষ টুর্নামেন্ট, এরপর আমি আর খেলব না। নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে আমি অত্যন্ত গর্বিত এবং সন্তুষ্ট।’ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আইপিএলের প্রথম ম্যাচে ৭৩ বলে ১৫৮ রানের তার ইনিংস ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনো তাজা। তার নেতৃত্বাধীন কিউই দল ২০১৫ সালের বিশ্বকাপ ফাইনালে ওঠে। এরপর কী করবেন এখনো কিছু জানাননি তিনি। তবে কেকেআরের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায় তাকে দেখা যেতে পারে বলে জোর জল্পনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close