ক্রীড়া ডেস্ক

  ০৬ আগস্ট, ২০১৯

লজ্জার রেকর্ডে বাংলাদেশ-শ্রীলঙ্কার সঙ্গী উইন্ডিজ

ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি আইনে ২২ রানে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। এই পরাজয়ে লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ফরম্যাটে সবচেয়ে বেশি পরাজয়ের স্বাদ পাওয়া দলের মধ্যে এতদিন তালিকার ওপরে যৌথভাবে ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাম। এবার সঙ্গী হলো ওয়েস্ট ইন্ডিজ। তিন দলই হেরেছে সর্বোচ্চ ৫৭ ম্যাচ। ৫৬ ম্যাচ হেরে দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তিনে থাকা অস্ট্রেলিয়ার পরাজয় ৫৪ ম্যাচে। ৫২ ম্যাচে হেরেছে পাকিস্তান। সবচেয়ে কম ৪১ ম্যাচে হেরেছে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারত। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্যারিবীয়দের লজ্জার দিনে গৌরবের রেকর্ড গড়েছে ভারত। দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের রেকর্ডে ভাগ বসিয়েছে তারা। ক্যারিবিয়ানদের টানা সর্বোচ্চ পাঁচ ম্যাচে হারিয়েছে ভারত ও পাকিস্তান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close