ক্রীড়া ডেস্ক

  ০৪ আগস্ট, ২০১৯

মুস্তাফিজ-মিরাজের অবনমন

বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মুস্তাফিজুর রহমান। টানা দুই ম্যাচে ৫টি করে উইকেট শিকার করে রেকর্ড গড়েন তিনি। দ্রুততম ১০০ উইকেটশিকারির তালিকাতেও সবার ওপরে তার নাম। কিন্তু সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি। যার কারণে অবনতি হয়েছে আইসিসির র‌্যাঙ্কিংয়েও। একই অবস্থা কাটার মাস্টারের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজেরও। লঙ্কা সফরে জ্বলে উঠতে পারেননি। যার ফলে আইসিসির র‌্যাঙ্কিংয়ে গিয়ে ফারাক পড়েছে।

শ্রীলঙ্কায় প্রথম দুই ম্যাচে উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন মুস্তাফিজ। এরই ফলে ১৪ নম্বর পজিশনে থেকে লঙ্কা সফরে গেলেও সিরিজ শেষে ৬ ধাপ নিচে নেমে গেছেন ‘সাতক্ষীরা এক্সপ্রেস’। এখন র‌্যাঙ্কিংয়ে ২০ নম্বর পজিশনে আছেন তিনি। অন্যদিকে মিরাজ প্রথম দুই ম্যাচে ১টি করে উইকেট পেলেও শেষ ম্যাচে ছিলেন উইকেটশূন্য। যার ফলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে গেছেন তিনি। মিরাজের বর্তমান অবস্থান ১৭।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close