ক্রীড়া ডেস্ক

  ২১ জুলাই, ২০১৯

‘এই জয় মেনে নেওয়া যায় না’

বিশ্বকাপ ফাইনালে বেশি বাউন্ডারি হাঁকানোর সুবাদে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড। এ নিয়ে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান এতদিন নিশ্চুপ থাকলেও কাল মুখ খুলেছেন। তিনি বলেন, ‘দুটি দলের মধ্যে খুব সামান্য তফাৎ ছিল। যে কোনো একটি দল জিতে যেতে পারত। ফাইনালে দুটি দল প্রায় একই রকম পারফর্ম করেছে। কিন্তু এভাবে জিতব এটা আমিও আশা করিনি। এই জয় কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

মরগান আরো বলেন, ‘জেতা বা হারার মধ্যে খুব সামান্যই তফাৎ ছিল। জেতা অবশ্যই কঠিন ছিল, কিন্তু হেরে যাওয়া আরো কঠিন ছিল সেই মুহূর্তে। আমি উইলিয়ামসনকে বলেছি, আমরা ম্যাচ তোমাদের হাতে অনেক সময় তুলে দিয়েছিলাম। কিন্তু তোমরা সেই সুযোগ নিতে পারোনি।’

মরগান স্বীকার করেছেন, এই ম্যাচটি তিনি আজীবন মনে রাখবেন। এবারের ফাইনালকে যে সর্বকালের সেরা ওয়ানডে ম্যাচ বলছেন অনেক ক্রিকেটবোদ্ধা। বিশ্বজয়ী অধিনায়কের ভাষ্য, ‘এই রকম টানটান উত্তেজনার ম্যাচ হয়ত আর কখনো দেখা যাবে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close