ক্রীড়া ডেস্ক

  ২০ জুলাই, ২০১৯

স্লো ওভার রেটে শাস্তি পাবে গোটা দল

এবার থেকে আর স্লো ওভার রেটের জন্য নির্বাসিত হবেন না অধিনায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ঠিক আগে পরশু রাতে এক বিবৃতিতে এমনটা জানিয়েছে আইসিসি। নতুন নিয়মে শুধু অধিনায়ক নন, জরিমানা গুনতে হতে পারে দলের সব সদস্যকে। অধিনায়কের শাস্তি লঘু করার জন্য সুপারিশ করেছিল আইসিসি ক্রিকেট কমিটি। বৃহস্পতিবার বোর্ড তা পাস করে দেয়। চলতি বছর থেকেই শুরু হচ্ছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। চলবে ২০২১ পর্যন্ত। ১ আগস্ট থেকে অ্যাশেজ সিরিজ দিয়েই শুরু হবে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়শিপ। আইসিসি বিবৃতি দিয়ে জানায়, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ম্যাচের শেষে রিকোয়ার্ড ওভার রেট দেখে ওভার পিছু ২ কমপিটিশন পয়েন্ট কমানো হবে। তবে বারবার এমনটা হওয়া সত্ত্বেও অধিনায়ককে নিষিদ্ধ করা হবে না। কারণ স্লো ওভার রেটের জন্য শুধু অধিনায়ক নন, প্রত্যেক খেলোয়াড়ই দায়ী। সুতরাং দলের প্রতিটি ক্রিকেটারের সমান জরিমানা হবে।’ আগের নিয়ম অনুযায়ী, এক বছরের মধ্যে দুবার স্লো ওভার রেটের জন্য নির্বাসিত হতেন দলের অধিনায়ক।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close