ক্রীড়া ডেস্ক

  ১৮ জুলাই, ২০১৯

ফিলিপাইনকে লজ্জা দিল বাংলাদেশ

ইনডোর এশিয়া কাপ হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে ৯-০ গোলে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। গতকালের এই জয়ে পঞ্চম কিংবা সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সম্ভাবনা টিকিয়ে রাখল লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্ব ইনডোর র?্যাংকিংয়ে ২৯ নম্বরে অবস্থান করছে থাইরা। চোনবুরিতে কাল শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। চতুর্থ মিনিটে মইনুল ইসলাম কৌশিকের গোলে এগিয়ে যায়। এক মিনিট পর আবার কৌশিকের গোল। নবম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আশরাফুল ইসলাম। ম্যাচের ১১ মিনিটেই হালি পূরণ করেন সেই কৌশিক। ১৭ মিনিটে রাসেল মাহমুদ জিমির স্টিক থেকে আসে পঞ্চম গোল। ২০ মিনিটে কৌশিক করেন ষষ্ঠ গোল।

বিরতি থেকে ফিরে ৩০ মিনিটে আবার কৌশিকের হানা। ৩৩ মিনিটে বল জালে জড়ান জিমি। ফিলিপিনোদের কফিনে শেষ পেরেকটিও মারেন কৌশিক। এর মধ্য দিয়ে ডাবল হ্যাটট্রিক পূরণ হয় তার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close