ক্রীড়া ডেস্ক

  ১২ জুলাই, ২০১৯

‘বাজে আচরণের’ খেসারত দিলেন নেইমার

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রাক মৌসুম অনুশীলনে নেইমার জুনিয়রের যোগ দেওয়ার কথা থাকলেও তার খোঁজ নেই। আর এজন্য চলতি মাসে নেইমারের যে বোনাস পাওয়ার কথা ছিল, তা দেবে না ফরাসি ক্লাবটি। ভালো আচরণের জন্য বোনাস? নেইমারের চুক্তিপত্রে এমন একটি শর্ত রয়েছে। শুধু নেইমার নন, পিএসজির মূল দল থেকে একাডেমি এবং অন্যান্য বিভাগের সবাই এ বোনাসের আওতায় পড়েন। ফ্রান্সের ক্লাব ফুটবলে খেলোয়াড়দের নির্ধারিত পারিশ্রমিকের ওপর জরিমানা করার বিধি নেই। এ কারণে খেলোয়াড়রা বাজে আচরণ করলে চুক্তিপত্রে ভালো ব্যবহারের জন্য বোনাস পাওয়ার যে শর্ত, তার অধীনে নির্ধারিত অঙ্কের অর্থ কেটে রাখা হয়।

আর এ অর্থ জমা হয় পিএসজির নানা দাতব্য কাজের তহবিলে। বাজে মন্তব্য, বাজে আচরণ কিংবা ছুটি থেকে ক্লাবে দেরিতে ফেরার জন্য অতীতেও খেলোয়াড়দের এ খাতের বোনাস আটকেছে পিএসজি। মার্কো ভেরাত্তি, এডিনসন কাভানি, আদ্রিয়ান রাবিওতদের ক্ষেত্রে এমনটাই ঘটেছে। নেইমার যেমন ছুটি কাটিয়ে ক্লাবে ফিরতে দেরি করায় এ মাসে তাকে খেসারত দিতে হচ্ছে। সর্বসাকুল্যে নেইমারের পারিশ্রমিক ৩৪ মিলিয়ন ইউরো। তবে এ মাসে তিনি শুধু ভালো আচরণের বোনাসটুকু পাচ্ছেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close