ক্রীড়া ডেস্ক

  ১২ জুলাই, ২০১৯

নিষিদ্ধ আফতাব

বিশ্বকাপে আচরণবিধি ভঙ্গের দায়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে আফতাব আলমকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই সময়ে পেসারের সঙ্গে বোর্ডের চুক্তিও স্থগিত থাকবে। কাবুলে গত সপ্তাহে আফগান বোর্ডের বার্ষিক সাধারণ সভায় শৃঙ্খলা কমিটিকে আফতাবের ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই তদন্ত শেষে কাল এই শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৭ জুন আইসিসি জানায়, ‘অস্বাভাবিক এক ঘটনায়’ আফতাবকে আফগানিস্তানের বিশ্বকাপ দল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে জানা যায়, সাউদাম্পটনে টিম হোটেলে এক নারী অতিথির সঙ্গে অশোভন আচরণের অভিযোগে তাকে দেশে ফেরত পাঠানো হয়। ২২ জুন ভারতের বিপক্ষে ১১ রানে হারা ম্যাচে সর্বশেষ খেলেন আফতাব। ২৩ জুন আইসিসির দুর্নীতিবিরোধী ইউনিটের মিটিংয়ে উপস্থিত না থাকায় তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেন আফগানিস্তান কোচ ফিল সিমন্স। পরে জানা যায়, সেদিন আফতাব লন্ডনে এক আত্মীয়ের সঙ্গে ছিলেন এবং হোটেলে দেরি করে ফেরেন। ২৬ বছর বয়সি পেসার ভারত-পাকিস্তান ম্যাচ চলার সময়েও ঝামেলায় জড়িয়েছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close