ক্রীড়া ডেস্ক

  ১২ জুলাই, ২০১৯

অতিমাত্রায় কোহলি নির্ভরতায় বিরক্ত শচীন

স্বপ্ন ভেঙে চুরমার। লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে শিরোপা উঁচিয়ে ধরা হলো না ভারত অধিনায়ক বিরাট কোহলির। বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রানে হেরে বিদায় নিয়েছে ভারত। বিশ্বকাপ জিততে এসে ফাইনালের আগেই ছিটকে পড়ায় স্বাভাবিকভাবেই হতাশ শচীন টেন্ডুলকার। ম্যাচ শেষে মনের কষ্ট লুকিয়ে রাখতে পারেননি ভারতের ব্যাটিং ঈশ্বর, ‘সত্যিই হতাশ। ২৪০ রান অবশ্যই তাড়া করা উচিত ছিল ভারতের। এটা কোনো কঠিন লক্ষ্য নয়।’

হারের কারণ খুঁজতে গিয়ে শচীন বলেন, ‘প্রত্যেক ম্যাচেই ভালো শুরু আশা করা উচিত নয়। রোহিত শর্মা অথবা বিরাট কোহলির এক দিন খারাপ যেতেই পারে। সবসময় তারাই ম্যাচ জিতিয়ে আসবে, তা হবে কেন?’ ধোনি প্রসঙ্গেও একই কথা বলেন শচীন, ‘সবসময় এটাও ভাবা ঠিক নয়, ধোনি এসে ম্যাচ ফিনিশ করে দেবে। বাকিদেরও দায়িত্ব নিতে হবে।’

সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট, ‘প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি ঠিকই। কিন্তু ভারতের লড়াকু মনোভাব দেখে আমি মুগ্ধ। প্রতিযোগিতাজুড়ে অসাধারণ খেলেছে ভারত। হার-জিত তো খেলারই অংশ।’ বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী লিখেছেন, ‘অনেকেই হয়তো হতাশ। কিন্তু বিশ্বকাপে ভারত যেভাবে খেলেছে তার প্রশংসা না করে পারছি না। নিউজিল্যান্ড দলকে অনেক অভিনন্দন।’ কেভিন পিটারসন মনে করেন, হার্দিক পান্ডিয়া ও রিষভ প্যান্ট উইকেট ছুড়ে দিয়ে আসার কারণেই ব্যর্থ হয়েছে ভারত। তিনি বলেন, ‘এই উইকেটে থিতু হতে পারছিল না ভারতীয় টপঅর্ডার। এই অবস্থায় হার্দিক ও প্যান্টকে কঠিন পরিস্থিতি সামাল দিতে হতো। কিন্তু হঠাৎ তাদের কী হলো? এত তাড়া কিসের? তাদের হাতে সুযোগ ছিল ভারতকে জয় উপহার দেওয়ার, ফাইনালে তোলার।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close