ক্রীড়া ডেস্ক

  ১১ জুলাই, ২০১৯

সেমিতে সেরেনা উইলিয়ামস

উইম্বলডনের লেডিস সিঙ্গলসের সেমিফাইনালে উঠলেন সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালের বাধা টপকালেন ডব্লুটিএর আর এক সাবেক এক নম্বর তারকা সিমোনা হালেপও।

২৩টি গ্র্যান্ডসø্যামজয়ী একাদশ বাছাই সেরেনা কোয়ার্টার ফাইনালে পরাজিত করেন স্বদেশীয় অ্যালিসন রিস্ককে, যিনি প্রি-কোয়ার্টারে হারিয়ে দেন শীর্ষ বাছাই অ্যাশলে বার্টিকে। বিশ্ব র‌্যাংকিংয়ের ৫৫ নম্বরে থাকা আবাছাই রিস্কের বিরুদ্ধে ২ ঘণ্টা ১ মিনিটের লড়াইয়ে একটি সেট খোয়াতে হয় সেরেনাকে।

প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন সেরেনা। দ্বিতীয় সেটে ৪-৬ গেমে হার মানেন তিনি। নির্ণায়ক সেটে অবশ্য কোনো ভুল করেননি ৬ বারের উইম্বলডন চ্যাম্পিয়ন উইলিয়ামস। তৃতীয় সেটে ৬-৩ গেমে তিনি উড়িয়ে দেন অ্যালিসনকে। সেমিফাইনালে সেরেনা মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের বার্বোরা স্ট্রাইকোভার। বিশ্বের ৪৪ নম্বর আবাছাই চেক তারকা অপর কোয়ার্টার ফাইনালে পরাস্ত করেছেন ১৯ নম্বর বাছাই ব্রিটিশ তরুণী জোহানা কোন্তাকে। ১ ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে স্ট্রাইকোভা ম্যাচ জেতেন ৭-৬ (৭/৫), ৬-১ সেটে। অর্থাৎ প্রথম সেট টাইব্রেকারে টেনে নিয়ে যেতে সক্ষম হলেও কোন্তা দ্বিতীয় সেটে আত্মসমর্পণ করেন চেক প্রতিপক্ষের কাছে।

সেমিফাইনালে উঠেছেন সপ্তম বাছাই রোমানিয়ান তারকা সিমোনা হালেপও। কোয়ার্টার ফাইনালে সাবেক এক নম্বর হালেপ পরাজিত করেন চিনের শুই ঝ্যাংকে। প্রায় স্ট্রাইকোভার ঢংয়েই ঝ্যাংকে পরাস্ত করেন হালেপ। ১ ঘণ্টা ২৭ মিনিটের লড়াইয়ে হালেপ টাইব্রেকারে প্রথম সেট জেতেন ৭-৬ (৭/৪) গেমে। দ্বিতীয় সেটে ৬-১ গেমে চিনা প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে শেষ চারে জায়গা করে নেন সিমোনা।

সেমিফাইনালে হালেপ খেলতে নামবেন অষ্টম বাছাই ইউক্রেনের এলিনা সিতোলিনার বিরুদ্ধে। সিতোলিনা ১ ঘণ্টা ৩২ মিনিটে ৭-৫, ৬-৪ স্ট্রেট সেটে পারিজত করেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকে।

শুধু লেডিস সিঙ্গলসেই নয়, সেরেনা অগ্রসর হচ্ছেন মিক্সড ডাবলসেও। ব্রিটেনের অ্যান্ডি মারেকে নিয়ে মিক্সড ডাবলসের প্রি-কোয়ার্টারে উঠেছেন উইলিয়ামস। দ্বিতীয় রাউন্ডে সেরেনা-মারে জুটি হারিয়ে দেন আমেরিকার রাকেল আতাও ও ফ্রান্সের ফ্যাব্রিস মার্টিন জুটিকে। ১ ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে সেরেনারা ম্যাচ জিতে নেন ৭-৫, ৬-৩ সেটে।

উইম্বলডনের মিক্সড ডাবলসের প্রি-কোয়ার্টার ফাইনালে সেরেনা-মারে জুটির সামনে অপেক্ষা করছে অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। কেননা পরের ম্যাচে তাদের খেলতে হবে শীর্ষ বাছাই আমেরিকার নিকোল মেলিসার ও ব্রাজিলের ব্রুনো সোয়ারেজ জুটির বিরুদ্ধে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close