ক্রীড়া ডেস্ক

  ১০ জুলাই, ২০১৯

ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে সাকিব

বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (এইউ)। সেই দলে অনুমান মতোই রয়েছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান। তবে এইউর দলে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি।

বাংলাদেশ থেকে আছেন শুধু সাকিব। ভারত থেকে রয়েছেন দুজন। রোহিত শর্মা ও জসপ্রিত বুমরাহ। পাকিস্তান থেকেও আছেন দুজন, বাবর আজম ও শাহীন আফ্রিদি। নিউজিল্যান্ডের আছেন দুজন, উইলিয়ামসন ও ফার্গুসন।

এই দলের নেতৃত্বে রাখা হয়েছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। দলের উইকেটকিপার অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারি। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার এই দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। একমাত্র সাকিব আল হাসান বল ঘোরাতে পারেন। তিনি অবশ্য অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া সাজানো দল

ওপেনার : রোহিত শর্মা (ভারত)

ও ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)

তিন : বাবর আজম (পাকিস্তান)

চার : কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

পাঁচ : সাকিব আল হাসান (বাংলাদেশ)

ছয় : বেন স্টোকস (ইংল্যান্ড)

সাত : অ্যালেক্স ক্যারি (উই, অস্ট্রেলিয়া)

আট : মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া)

নয় : লকি ফার্গুসন (নিউজিল্যান্ড)

দশ : জসপ্রিত বুমরাহ (ভারত)

এগারো : শাহীন আফ্রিদি (পাকিস্তান)

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close