reporterঅনলাইন ডেস্ক
  ০৯ জুলাই, ২০১৯

বাঁকা চোখে

রোবট

বিশ্বকাপ যখন প্রায় শেষপর্যায়ে, জশপ্রীত বোমরাকে আরো ভয়ংকর দেখাচ্ছে। ৯ ম্যাচে ১৭ উইকেট, সেমিফাইনালেও বিরাটের ব্রহ্মাস্ত্র ওই আশাবাদী। তাকে নিয়ে বেজায় আশাবাদী ভারত। আজ বিশ্বকাপ সেমিফাইনালে তিনিই টিমের বোলিং ইউনিটের নেতৃত্ব দেবেন। বিরাটের এক নম্বর অস্ত্র বোমরার সম্পর্কে শ্রীকান্ত বলছেন, ‘সেমিফাইনাল আর ফাইনালে ভারতের এক্স ফ্যাক্টর ওই বোমরাই। আসলে ও একটা যন্ত্র। ঠিক একইতালে বোলিং করে যায়।’ আর অনেকেই তাকে রোবট আখ্যায়িত করে ফেলেছেন। সব ম্যাচেই বোমরাডেথ ওভারে বাজিমাত করেছেন। তাকে সহজভাবে খেলার কোনো ব্যাটার পাওয়া যায়নি। এবার দেখার পালা শেষ দুই ম্যাচে ‘রোবট’ কী করে!

সম্ভাবনা

চোখ ধাঁধানো বোলিং। চোখে-মুখেও মারমার, কাটকাট পরিভাষা। সেই পেসার শাহীন আফ্রিদির পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটবিশ্ব। মুগ্ধ দেশের লিজেন্ড ওয়াসিম আকরামও। বলেছেন, ‘অবশ্যই শাহীন পাকিস্তানের ভবিষ্যতের জন্য, আগামী প্রজন্মের জন্য একটি আলোকবর্তিকা। সে কঠোর পরিশ্রমী এবং খুব দ্রুত শিখতে পারে। এগুলোই তাকে একটা অবস্থানে নিয়ে যাবে।’ তিনি আরো বলেছেন, ‘শাহীন একজন উইকেটশিকারি বোলার এবং বিশ্বকাপের আগেই তা জানা গেছে। আমি বুঝতে পারছি না শুরু থেকেই কেন তাকে নামানো হলো না।’ লর্ডসে শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৩৫ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বকাপে পাকিস্তানে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়েছেন এই পেসার। এই বোলারকে নিয়ে পাকিস্তান নতুন সম্ভাবনা দেখছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close