reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জুলাই, ২০১৯

বাঁকা চোখে

ভাঙা-গড়া

ক্রিকেটে ভাঙা-গড়াই চিরায়ত নিয়ম। এই একক ব্যক্তির রেকর্ড কাল ছাড়িয়ে যাবেন অন্যজন। প্রতিদিন, প্রতি ম্যাচ, হয়তো প্রতি ইনিংস-ওভার করে প্রতি বলেও পাল্টে যেতে ইতিহাস। কিন্তু যখন রেকর্ড ভাঙা-গড়া সঙ্গে শচীন টেন্ডুলকারের নাম জড়ায় তখন তা মিডিয়া আসবেই। যেমন ১৯৯২-এর বিশ্বকাপে জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৮ বছর ৩১৮ দিন বয়সে ৮১ রান করেন শচীন। দীর্ঘদিন ওই রেকর্ড কেউ ছুঁয়ে দেখতে পারেনি। কিন্তু কোথাকার কোন আফগান এসে ভেঙে দিয়েছেন শচীনের রেকর্ড। অবশেষে ১৮ বছর ২৭৮ দিন বয়সে সেই রেকর্ড ভেঙেছেন আফগানিস্তানের ইকরাম আলি। ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ইকরাম করেছেন ৮৬ রান। আফগানিস্তানের হয়ে ৯টি ম্যাচ খেলা ইকরাম বিশ্বকাপে অনাহূতভাবে সুযোগ পেয়েছেন। আহত হয়ে বিশ্বকাপের বাইরে চলে যাওয়া মোহাম্মদ শাহজাদের বদলে আফগান দলে আসেন কিপার-ব্যাটসম্যান ইকরাম।

পৌষ মাস

দারুণ পৌষ মাসে সময় কাটাচ্ছেন তিনি। ম্যাচ মানেই রান, আবার কখনো কখনো তা সেঞ্চুরিও। এক কথায় ভারতের বিরাটকে ছাড়িয়ে তিনি এখন রানমেশিন। ২০১৯ সালের বিশ্বকাপে রোহিত শর্মা একের পর এক রেকর্ড গড়া ও ভাঙার মধ্যে দিয়ে যাচ্ছেন। আজ আরো তিনটি বিশ্ব রেকর্ড ভাঙার সুযোগ তার সামনে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রয়োজন কিছু রান; আর স্ট্রোক। ৯৬ দশমিক ৯৬ স্ট্রাইক রেটের পাশাপাশি স্কোর বোর্ডে রয়েছে ৫৪৪ রান। এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের শচীন টেন্ডুলকারের। ২০০৩-এর বিশ্বকাপে ৬৭৩ রান করেছিলেন তিনি। ফর্ম বজায় থাকলে রোহিত তা টপকে যেতে পারেন। প্রয়োজন ১৩০ রান। সঙ্গে এক নম্বরে রানার হিসেবেও এগিয়ে যাবে। আর স্ট্রাইক রেটে ১০৮ দশমিক ২০ থাকা কুমার সাঙ্গাকারাকেও আউটের সুযোগ পাচ্ছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close