ক্রীড়া ডেস্ক

  ০৬ জুলাই, ২০১৯

‘তিন বিভাগেই উন্নতি প্রয়োজন’

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল ওয়েস্ট ইন্ডিজ। পরশু হেডিংলিতে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৩ রানে জয় পায় ক্যারিবিয়রা। তবে টানা বাজে পারফর্ম্যান্স নিয়ে হতাশ ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মনে হয়ে ধারাবাহিকতাই আমাদের ডুবিয়েছে। আমরা ব্যাটিং, ফিল্ডিং তিন বিভাগেই খুবই বাজে করেছি। আমাদের ফিল্ডিংয়ে আরো উন্নতি করতে হবে। টুর্নামেন্টে বোলারা ভালো করেছে। কিন্তু ব্যাটিংয়ে আমরা খুবই বাজে করেছি। এখন সামনে এগোতে হবে এবং আমাদের আরো ধারাবাহিক হতে হবে।’

পরশু টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ৩১১ সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে এভিন লুইস করেন ৫৮ রান। শাই হোপের ব্যাট থেকে আসে ৭৭ রান। শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করা নিকোলাস পুরান খেলেন ৫৮ রানের ইনিংস। ৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে। কেমার রোচ ও কার্লোস ব্রাথওয়েটের দুর্দান্ত বোলিংয়ে ২৮৮ রানে গুটিয়ে দেয় আফগানদের ইনিংস। বল হাতে রোচের শিকার ৩৭ রান খরচে ৩ উইকেট। আর ৯ ওভারে ৬৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন ব্রাথওয়েট। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে হোল্ডার বলেন, ‘আজ আমরা ভালো খেলেছি। ব্যাট হাতে শুরুটা ভালো হয়েছে। এভিন (লুইস), শাই (হোপ) দুর্দান্ত ব্যাটিং করেছে। শেষ দিকে আমিও রান পেয়েছি। কিন্তু বল হাতে আমাদের শুরুটা ভালো হয়নি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close