ক্রীড়া ডেস্ক

  ০৬ জুলাই, ২০১৯

‘পরের বিশ্বকাপটাও খেলতে পারি’

আফগানিস্তানকে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে গেইল রান পাননি। মাত্র ৭ রান করে ফিরে যান। পাঁচটি বিশ্বকাপ খেলে ফেললেন ক্যারিবিয়ান কিংবদন্তি। ম্যাচ শেষে তিনি বললেন, ‘এই দলটা বেশ ভালো। সবাই মিলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে। আমি হয়তো আর কয়েকটা ম্যাচ খেলব। তারপর তরুণদের জন্য জায়গা ছেড়ে দেব। এবারের বিশ্বকাপটা ভালো গেল না।’ এরপরই মজা করে গেইল বললেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড যদি আমাকে দুই বছরের বিশ্রাম দেয়। তাহলে পরের বিশ্বকাপেও খেলতে পারি।’ এরপরই আসল সত্যিটা বলে দিলেন, ‘শেষ বিশ্বকাপটা খেলে ফেললাম।’

বিশ্বকাপে ৩৪ ইনিংসে ১ হাজার ১৮৬ রান করেছেন গেইল। স্ট্রাইক রেট ৯০ দশমিক ৫৩। গড় ৩৫ দশমিক ৯৩। রয়েছে দুটি শতরান। পাঁচ বিশ্বকাপে মেরেছেন ৪৯টি ছয়। সর্বোচ্চ ২১৫। বল হাতে ১৬ উইকেটও নিয়েছেন। ক্যারিবিয়ান ক্রিকেটের অংশ হতে পেরে আপ্লুত গেইল। তবে বিশ্বকাপ না জেতার আক্ষেপ রয়ে গেছে। গেইল বলছিলেন, ‘এটা আমার কাছে বিরাট সম্মানের। তবে বিশ্বকাপ না জেতার আক্ষেপ থেকে যাবে। অবশ্য বিশ্বকাপ উপভোগ করেছি।’ ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে সিরিজটা খেলবেন গেইল। তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং এক দিনের সিরিজটা খেলব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close