ক্রীড়া ডেস্ক

  ০৬ জুলাই, ২০১৯

নতুন রেকর্ডের স্বপ্নে ফ্রেড এক্সপ্রেস

উইম্বলডনে গৌরবের রেকর্ডের কাছকাছি ফ্রেড এক্সপ্রেস। নতুন স্বপ্ন দেখছেন ম্যাচ জয়ের সেঞ্চুরির। আর তিন ধাপ দূরে রজার ফেডেরার। এটা সুইস তারকার উইম্বলডনে ৯৭ নম্বর জয়। পরিসংখ্যান জানিয়ে দিচ্ছে এই নিয়ে ১৭ বার তৃতীয় রাউন্ডে উঠলেন ফেডেরার। ছুঁয়েছেন জিমি কনর্সের রেকর্ড। আর গফের র‌্যাকেটে আবারও তারকা পতন দেখেছে টেনিস কোর্টের ভক্তরা।

দ্বিতীয় বাছাই ফেডেরার হারিয়েছেন ব্রিটেনের জে ক্লার্ককে। ১ ঘণ্টা ৩৬ মিনিটের লড়াই করে জে ক্লার্ক দারুণ প্রতিরোধ গড়েছিলেন। ফেডেরার ব্রিটেনের জে ক্লার্ককে ৬-১, ৭-৬ (৩), ৬-২ হারিয়েছেন। দীর্ঘ এক লড়াইয়ের জয় পেয়ে সে পথে থেকেছেন অনেকটাই মসৃণ। ফেডেরার ম্যাচ জয়ের পর বলেছেন, ‘বেসলাইন থেকে যেভাবে চাইছি, খেলতে পারছি না। তবে প্রথম সপ্তাহটা খারাপ কাটছে না।’

বৃহস্পতিবার বাংলাদেশ সময় মধ্য রাতে ফেডেরারের সঙ্গে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, সেরিনা উইলিয়ামস, অ্যাশলে বার্টি, পেত্রা কিতোভা এবং টেনিসের নতুন চমক কোরি গফ।

ছেলেদের বিভাগে তৃতীয় বাছাই রাফায়েল নাদাল হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৬-৩, ৩-৬, ৭-৬ (৭-৫), ৭-৬ (৭-৩) হারিয়েছেন কিরিয়সকে। নাদাল ম্যাচের পরে বলেছেন, ‘খুব কঠিন ম্যাচ ছিল। নিক দারুণ খেলেছে। ওর ভবিষ্যতে বড় আসরে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে ম্যাচ জিতেও মিডিয়ার প্রশ্নে বেজায় চটেছেন নোভাক জকোভিচ। তিনি হারিয়েছেন আমেরিকার ডেনিস কুডলাকে ৬-৩, ৬-২, ৬-২। ব্যক্তিগত পর্যায়ের প্রশ্ন নিয়ে মেজাজ হারিয়েছেন জকোভিচ। ফের চমকে দিয়েছেন ভেনাস বধ করা পঞ্চদশী কোরি গফ। এবার তার শিকার ২০১৭ সালের সেমিফাইনালিস্ট মাগডানেলা রেবারিকোভা। হারিয়েছেন ৬-৩, ৬-৩ সেটে। মাত্র ৭০ মিনিটেই ঠা-া মাথায় অসাধারণ কিছু প্লেসিং শটে ম্যাচ গুটিয়ে দিয়েছেন এই নতুন উল্কাকন্যা।

এদিকে মেয়েদের সিঙ্গেলসে সহজেই তৃতীয় রাউন্ডে উঠলেন বিশ্বের এক নম্বর অ্যাশলে বার্টি। ফরাসি ওপেন চ্যাম্পিয়ন দ্বিতীয় রাউন্ডে ৬-১, ৬-৩ হারিয়েছেন বেলজিয়ামের অ্যালিসন ফান উতফানকে। সাত বারের উইম্বলডন চ্যাম্পিয়ন সেরিনা উইলিয়ামস প্রথম সেট হেরেও সেøাভেনিয়ার কায়া জুভানকে হারিয়েছেন ২-৬, ৬-২, ৬-৪ গেমে। তৃতীয় রাউন্ডে পথে ষষ্ঠ বাছাই পেত্রা কিতোভাও পেয়েছেন সহজ জয়। হারিয়েছেন ক্রিস্টিনা মøাদেনোভিচকে ৭-৫, ৬-২।

টেনিসের সেনসেশন অ্যাশলে বার্টি বলেছেন, ‘শুরুটা ভালোই করেছিলাম ম্যাচে। খুব একটা ভুল-ভ্রান্তিও ছিল না। তবে শেষের দিকে সার্ভিস করার সময় প্রতিপক্ষ সমস্যায় ফেলে দিয়েছিল। সেটা সামলে শেষ পর্যন্ত জয় পেয়ে খুব খুশি।’ তৃতীয় রাউন্ডে ব্রিটেনের হ্যারিয়েট ডাট হারিয়েছেন ব্রাজিলের বিয়াত্রিজ হাদাদ মেইয়াকে ৭-৬ (৭-৪), ৩-৬ ও ৬-১। নবম বাছাই মার্কিন যুক্তরাষ্ট্রের সেøায়ান স্টিফেন্সও সরাসরি সেটে জিতে তৃতীয় রাউন্ডে ওঠেছেন ৬-০, ৬-২ গেমে চিনের ইয়াফান ওয়াংকে হারিয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close