ক্রীড়া ডেস্ক

  ০৬ জুলাই, ২০১৯

বিশ্বকাপের পরই বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলতে কাল পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। অর্থাৎ দুই-এক দিনের মধ্যেই দেশে ফেরার কথা সাকিব-মুশফিকদের। তবে দেশে ফিরে বেশি বিশ্রাম পাচ্ছে না বাংলাদেশ। কদিন পরই আবার শ্রীলঙ্কার উদ্দেশে বিমান ধরতে হবে। বিশ্বকাপের পরপরই লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। চলতি মাসের ২০ তারিখে শ্রীলঙ্কায় যাওয়ার কথা মাশরাফি বিন মর্তুজাদের।

শ্রীলঙ্কা সিরিজটির বিষয়ে কথা হয়েছিল অনেক আগেই। কিন্তু গত এপ্রিলে কলম্বোতে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সফর নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। এদিকে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের ঘটনা এখনো টাটটা। ফলে ঝুঁকি নিয়ে শ্রীলঙ্কায় যেতে চায়নি বিসিবি। বলা হয়েছিল, নিরাপত্তার বিষয়টি খোঁজ নিয়ে তবেই চূড়ান্ত কথা দিবে বিসিবি। বেশ কিছুদিন পর এবার সিরিজটির বিষয়ে নিশ্চয়তা দিল বাংলাদেশ বোর্ড। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী ২০ জুলাই বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পৌঁছাবে। সেখানে তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ম্যাচই শ্রীলঙ্কার প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ তিনটি হবে যথাক্রমে ২৬, ২৯ ও ৩১ জুলাই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close