ক্রীড়া ডেস্ক

  ০৫ জুলাই, ২০১৯

নারী বিশ্বকাপ ২০১৯

ফাইনালে নেদারল্যান্ডস

ইতিহাস গড়ার হাতছানি নিয়েই মাঠে নেমেছিল নেদারল্যান্ডস। জিতলেই দল উঠে যাবে ইতিহাসে প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে। স্বপ্নের সেই ফাইনালের দেখা পেয়েছে ডাচ নারী ফুটবলাররা। সুইডেনকে হারিয়ে প্রথমবারের মতো ইতিহাস গড়েছে তারা।

শিরোপা লড়াইয়ে অবশ্য কঠিন প্রতিপক্ষের সামনে নেদারল্যান্ডস। বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়তে হচ্ছে তাদের। টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে ওঠে যুক্তরাষ্ট্র।

পরশু রাতে ফ্রান্সের লিঁওতে নারী বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটির নির্ধারিত সময় অবশ্য ছিল গোলশূন্য। এরপর অতিরিক্ত সময়ে বাজিমাত ডাচ মেয়েদের। ১-০ গোলে জয় তুলে নেয় নেদারল্যান্ডস। খেলার ৯৯তম মিনিটে এসে জয়সূচক গোলটি পেয়ে যায় ডাচ মেয়েরা। মহামূল্যবান সেই গোলটি করেন জেকি হুনান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close