reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০১৯

বাঁকা চোখে

টার্গেট

অনেক খেলোয়াড়ই খেলোয়াড়ি জীবনের ইতি টেনে সবটাই তুলে রাখেন। পরিবারকে একান্ত সময়ের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে মন-ধ্যান দেন। কিন্তু অনেকেই আবার মাঠের মায়া ত্যাগ করতে পারেন না। থেকে যান নিজ আঙিনায়ই। একটু অন্যভাবে। খেলোয়াড় থেকে বনে যান কোচ। টোরেসও করছেন তাই। বিশ্বকাপ জয়ী স্পেনের ফার্নান্দো টোরেস সদ্যই অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৫ বছর বয়সি এই ফুটবলার জে লিগের সাগান টোসুতে এখন থাকবেন। জানিয়েছেন, ‘একইসঙ্গে ভাবছি ইউরোপের ক্লাবে কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করার।’ ২০০৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে স্পেনের হয়ে জয়সূচক গোল করা টোরেস বলেন, ‘আপাতত পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। তবে শিগগিরই আমি কোচ, বা ম্যানেজারের ভূমিকায় আমার নতুন ইনিংস শুরু করব।’

দেউলিয়া

দেউলিয়া বরিস, বুমবুম বরিস বেকার! ঋণ শোধ করতে ট্রফি এবং স্মারক উপহার নিলামে তুলেছেন। জার্মান টেনিস তারকা দেউলিয়া হয়ে যাওয়ায় সমস্ত ট্রফি বিক্রি করে দিচ্ছেন। ২ বছর আগে দেউলিয়া হয়ে যান তিনি। ব্যাংকের ঋণ শোধ করতে নিজের সমস্ত ট্রফি নিলামে তুলেছেন ৫১ বছর বয়সি বেকার। অনলাইনে নিলামে তোলা হয়েছে বরিস বেকারের অর্জিত স্মারক, পদক, ট্রফি থেকে শুরু হরে ঘড়ি পর্যন্ত। অনলাইনে এছাড়াও বিভিন্ন মুহূর্তের ছবিসহ মোট ৮২টি জিনিস নিলামে তুলেছে বেকার। ওয়াইলস হার্ডি অ্যান্ড কোম্পানি নামে ইংল্যান্ডের একটি সংস্থা অনলাইনে নিলাম ডেকেছেন। ১৭ বছর বয়সে উইম্বলডন জিতে ধাঁধিয়ে দিয়েছিলেন বরিস বেকার। টেনিস ক্যারিয়ারে উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেনসহ মোট ছয়টি শিরোপা জিতলেও ফরাসি ওপেন জিততে পারেননি কিংবদন্তি এই জার্মান টেনিস তারকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close