ক্রীড়া ডেস্ক

  ২৫ জুন, ২০১৯

ক্যাচ মিসে শীর্ষে পাকিস্তান

ক্যাচ মিস তো ম্যাচ মিস! যেকোনো দল যদি বিশ্বকাপ বা অন্য কোনো টুর্নামেন্ট জিততে চায়, অবশ্যই তাদের হাফ চান্সগুলোকে ফুল চান্সে পরিণত করতে হবে। এ কথাটা যত দ্রুত সম্ভব কোনো একজনকে বলতে হবে পাকিস্তান দলকে। ক্যাচ মিসের মহড়ার পর এমন আওয়াজ উঠেছে দলটির ভালো-মন্দ নিয়ে নাড়াচাড়া করাদের দিক থেকে।

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে পরশু লর্ডসে দক্ষিণ আফ্রিকাকে হয়তো সহজেই হারিয়েছে পাকিস্তান। তবুও গ্রিন আর্মিদের জন্য উদ্বেগের কারণ আছে। পাকিস্তানের সম্ভাবনা খুব বেশি যে উজ্জ্বল এমনো আবার বলা যাবে না। তবে খাতা-কলমে সম্ভাবনা জিইয়ে রাখতে বাকি ম্যাচগুলোতে জয় ছাড়া গতি নেই সরফরাজদের। সেই লক্ষ্যে আপাতত সঠিক একটা পদক্ষেপ পাকিস্তানের। লর্ডসে প্রোটিয়াদের ৪৯ রানে হারিয়ে শেষ চারের লড়াইয়ে ভেসে আছে তারা।

সেমিফাইনালের চেয়ে অবশ্য পাকিস্তানের বড় চিন্তা এখন ক্যাচ মিস নিয়ে। দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ৫-৬টি ক্যাচ মিস করেছে তারা। ক্যাচ ফেলায় এখন পর্যন্ত টুর্নামেন্টে তারাই শীর্ষে। ৩৫ শতাংশ ক্যাচ ফেলেছে দলটির ফিল্ডাররা। ১০ দলের মধ্যে এই তালিকায় বাংলাদেশ অবশ্য ভালো অবস্থানেই আছে। টাইগারদের পজিশন সাত।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে পাকিস্তান। এসব ম্যাচে মোট ১৪টি ক্যাচ ফেলেছে তারা। যেটা চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে তুলনা করলে চমকে যাওয়ার মতোই অবস্থা। ৫ ম্যাচে ভারত মিস করেছে মাত্র একটি ক্যাচ, ধরেছে ১৫টি!

ক্রিকেটের সবকিছুর হিসাব রাখা সর্বোচ্চ নতুন প্রযুক্তি ক্রিকভিজ ডেটাবেজে দেখা যাচ্ছে, সবচেয়ে কম ক্যাচ ফেলেছে ভারত। কোহলি-রোহিতদের হাত থেকে পড়েছে মাত্র ৬ দশমিক ২৫ শতাংশ ক্যাচ। ক্যাচ সাফল্যের মতো দলীয় পারফরম্যান্সেও উজ্জ্বল তারা। ৫ ম্যাচের একটিতেও হারেনি।

এদিকে, ৬ ম্যাচে মোট ২৬টি ক্যাচের ১৪টি মিস করেছে সুযোগ হাতছাড়ার শীর্ষে থাকা পাকিস্তান। ক্যাচ মিসে দ্বিতীয় স্থানে স্বাগতিক ইংল্যান্ড। ৪২টি ক্যাচের মধ্যে তারা ফেলেছে ১০টি (১৯ দশমিক ২৩ শতাংশ)। এরপর যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ৩১টিতে ফেলেছে সাতটি (১৮ দশমিক ৪২ শতাংশ), নিউজিল্যান্ড ৩৩টিতে ফেলে ছয়টি (১৫ দশমিক ৩৮ শতাংশ), অস্ট্রেলিয়া ৩৫টিতে ছয়টি (১৪ দশমিক ৬৩ শতাংশ), শ্রীলঙ্কা ১৫টিতে দুটি (১১ দশমিক ৭৬ শতাংশ) ক্যাচ ফেলেছে। বাংলাদেশ ২৪টি ক্যাচের মধ্য থেকে ফেলেছে মাত্র তিনটি (১১ দশমিক ১১ শতাংশ), আফগানিস্তান ১৮টিতে দুটি (১০ শতাংশ), ওয়েস্ট ইন্ডিজ ২৭টিতে তিনটি (১০ শতাংশ) ও ভারত ১৫টিতে একটি (৬ দশমিক ২৫ শতাংশ)।

যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর পাকিস্তান দলের প্রশংসা করেছেন শহিদ আফ্রিদি, শোয়েব আখতার, মাজহার আরসাদ, নারী ক্রিকেটার সানা মীর, ভারতীয় ধারাভাষ্যকার হার্সা ভোগলেসহ আরো অনেকে। তবে প্রশংসার পাশাপাশি প্রত্যেকেই পাকিস্তানের ফিল্ডিং বাজে ফিল্ডিং নিয়ে উদ্বেগ জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close