ক্রীড়া ডেস্ক

  ২৪ জুন, ২০১৯

নিয়ম ভেঙে শাস্তির মুখে কোহলি

জরিমানা গুণলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ করার অভিযোগে কোহলিকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পরশু সাউদাম্পটনে ভারতের মুখোমুখি হয় আফগানিস্তান। সেই ম্যাচে আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করে অতিরিক্ত আবেদন করেন কোহলি, যা আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান (অনুচ্ছেদ ২.১) ভঙ্গের শামিল। আফগানিস্তানের ব্যাটিং চলাকালে ২৯তম ওভারে আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থের দেওয়া একটি এলবিডব্লিউ-এর সিদ্ধান্তের বিরোধিতা করেন কোহলি। শুধু তা-ই নয়, ইলিংওয়ার্থের দিকে ক্ষিপ্ত হয়ে তেড়েও যান ভারতের অধিনায়ক। কোহলির এই বাজে আচরণ মোটেও পছন্দ হয়নি আইসিসির। তাই তাকে এই শাস্তি দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। অবশ্য নিজের এমন বাজে আচরণের কারণে ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া শাস্তি মাথা পেতে নিয়েছেন কোহলি। তাই এ ব্যাপারে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি আইসিসির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close