reporterঅনলাইন ডেস্ক
  ২৩ জুন, ২০১৯

বাঁকা চোখে

রেকর্ড

বিশ্ব রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে ইংলিশ বোলার জোফরা আর্চার। আর্চারই এখন তাদের তুরুপের তাস। বিশ্বকাপে এরই মধ্যে নতুন এক ইতিহাসের কাছাকাছিও চলে গেছেন তরুণ পেসার। চলতি বিশ্বকাপে ১৫ উইকেট নিয়ে এখন পর্যন্ত উইকেট শিকারির তালিকায় সবার ওপরে আর্চার। আর মাত্র ২টি উইকেট পেলেই এক বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়বেন তিনি। ১৯৯২ সালের বিশ্বকাপে ১৬ উইকেট পেয়েছিলেন ইংলিশ কিংবদন্তি ইয়ান বোথাম। এক বিশ্বকাপে ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেট দখলের রেকর্ড সেটিই। ধারণা করা হচ্ছে, বোথামকে ছাড়িয়ে যাবেন আর্চার। জোফরা আর্চারের জন্ম বার্বাডোসে। উইন্ডিজের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটও খেলেছেন। বাবা ব্রিটিশ হওয়ায় পাড়ি জমান ইংল্যান্ডে। গত কয়েক বছর দুর্দান্ত বোলিং করেছেন লিগে। ফেলে দেন সাড়া। নানা সমালোচনার পরও ক্যারিবিয়ান সাগর পাড়ে জন্ম নেওয়া আর্চারকে বিশ্বকাপে দলভুক্তি করে ইংল্যান্ড। বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে আর্চারকে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয়েছে।

ভাঙন

ভেঙে গেল ভেনাস-নিকি হ্যামন্ড মধুচন্দ্রিমার দাম্পত্য জুটি। প্রকাশ্যে আসেনি ভেনাস-হ্যামন্ডের গভীর বন্ধুত্ব কতদিনের। তবে দীর্ঘদিনের এটা বোঝাই যায়। সময়ে-অসময়ে তারা এখানে-ওখানে হুটহাট ঘুরে বেড়িয়েছেন। ২০১৭ সালে সেরেনার বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সেই সময় থেকেই ১২ বছরের ছোট মিডিয়াম্যান হ্যামন্ডের সঙ্গে মন-প্রাণ দেওয়া-নেওয়া হয়েছিল ভেনাসের। এক সূত্র বলছে, ‘তাদের দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ হলেও বন্ধুত্ব অটুটই থাকবে। এটা তাদের মধ্যকার বোঝাপড়া থেকেই হয়েছে।’ আনুষ্ঠানিক বিয়ের ঘটনা নিয়েই তাদের সম্পর্কের অবনতি হয়। ভেনাস যেমনটা চাচ্ছিলেন, হ্যামন্ড ছিলেন তার বিপরীত মেরুতে। তাদের রীতিতেই সম্পর্ক হলেও ভেনাস-হ্যামন্ড আংটি অবদল-বদলও হয়েছে। ছাড়াছাড়ি হলেও কিন্তু টেনিস কোর্টে ঠিকই হাজির থাকেন হ্যামন্ড। সর্বশেষ তাকে অস্ট্রেলিয়ান ওপেনেও দেখা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close