ক্রীড়া ডেস্ক

  ১৮ জুন, ২০১৯

গোল করে-করিয়ে কামব্যাক সুয়ারেজের

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে নিজের পুরোনো ঠিকানা অ্যানফিল্ডে খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন লুইস সুয়ারেজ। সেই চোট তাকে নিয়ে যায় ডাক্তারের ছুরি-কাঁচির নিচে। অস্ত্রোপচারের পর পুনর্বাসন প্রক্রিয়া চলায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলা হয়নি কোপা ডেল রের ফাইনালও। পরে জানা যায়, কোপা আমেরিকায় খেলা নিয়েও ঘোর সংশয় রয়েছে বার্সেলোনার উরুগুয়েন ফরোয়ার্ডের।

তবে উরুগুয়ের কোচ অস্কার তাবারেজ বার্সা ফিজিওর সঙ্গে নিয়মিতই যোগাযোগ রেখেছেন। আটলান্টিকের ওপার থেকে সুয়ারেজের শারীরিক উন্নতির ব্যাপারেও খোঁজখবর রেখেছেন। সেই বিশ্বাস থেকেই কোপার মূল স্কোয়াডে সুয়ারেজকে রেখেছিলেন তাবারেজ। কাল ইকুয়েডরের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে কোচের সেই বিশ্বাসের প্রতিদান দিয়েছেন উরুগুয়েন সুপারস্টার। দীর্ঘদিন পর খেলায় ফিরলেও নিজের ফুটবলশৈলী ঠিকই জাহির করেছেন সুয়ারেজ। ম্যাচের ৪৪ মিনিটে দেশের পক্ষে তৃতীয় গোলটি করেছেন তিনি। এর আগে ষষ্ঠ মিনিটে সতীর্থ নিকোলাস লদেইরোকে দিয়ে গোলের খাতাও খুলিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close