reporterঅনলাইন ডেস্ক
  ১৮ জুন, ২০১৯

বাঁকা চোখে

ফিরছেন

ফিরছেন, ফিরছেন করেও তার ফেরা হচ্ছে না। টেনিস কোর্টে ফেরার কথা হচ্ছে। বলছি ঝাকানাকা টেনিস সুন্দরী রাশিয়ান মারিয়া শারাপোভার কথা। তার ম্যানেজার জানিয়েছেন, চলতি সপ্তাহের কোনো একদিন কোর্টে টেনিসের সাবেক রানিকে দেখা যাবে। তার টার্গেট উম্বলডন। সেই আসরে দেশের হয়ে খেলতে চান শারাপোভা। পাঁচবার গ্র্যান্ড সø্যাম জয়ী শারাপোভা চলতি বছরের ফেব্রুয়ারির পর থেকেই কোর্টের বাইরে ইনজুরির সঙ্গে সময় কাটাচ্ছেন। ব্যথা ছিল কাঁধে। শারাপোভার ভাষ্য, ‘কোর্টে ফেরার চিন্তা থেকে এই অনুশীলন করতে চাই। কাঁধের ব্যথা ধরে এসেছে। এই সময়টা আমার কাছে কোর্টে ফেরার জন্য উপযুক্ত।’ প্রায় পাঁচ মাস পর কোর্টে ফিরে ভালো করাটা চ্যালেঞ্জ মানছেন এই রাশিয়ান সুন্দরী। প্রতি ম্যাচকে মনে করছেন বড় পরীক্ষা। ১ জুলাই থেকে শুরু হচ্ছে এই মর্যাদাপূর্ণ আসর। চলবে ১৪ জুলাই পর্যন্ত।

দুশ্চিন্তা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন জেসন রয়। ওই ম্যাচে আর মাঠে নামা হয়নি তার। পরশু স্ক্যান রিপোর্ট হাতে আসার পর জানা যায়, অন্তত দুই ম্যাচ খেলতে পারবেন না তিনি। যার একটি আজ আফগানদের বিপক্ষে, অপরটি শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে। রয়ের জায়গায় এই দুই ম্যাচে বেয়ারস্টোর সঙ্গী হতে যাচ্ছেন ব্যাকআপ ওপেনার জেমস ভিন্স। আফগানিস্তান-শ্রীলঙ্কা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হওয়ার রয়ের অনুপস্থিতি হয়তো খুব একটা ভাবাবে না ইংলিশ টিম ম্যানেজমেন্টকে। তবে আগামী মঙ্গলবার চিরশত্রু অস্ট্রেলিয়ার বিপক্ষে অবশ্যই স্টাইলিশ ওপেনারকে পেতে চাইবে ইংল্যান্ড। কিন্তু এক সপ্তাহের মধ্যে যদি ফুল ফিটনেস ফিরে পেতে ব্যর্থ হন রয়, তাহলে ওই ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে তাকে। বার্মি আর্মির যত দুশ্চিন্তা এখন রয়ের ইনজুরিকে ঘিরেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close