ক্রীড়া ডেস্ক

  ১৬ জুন, ২০১৯

কোহলিদের সতর্কবার্তা শচীনের

আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া ভালো না। পাকিস্তান ম্যাচের আগে ভারতকে সতর্ক করলেন শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে একবারও পাকিস্তান হারাতে পারেনি ভারতকে। ছয়বারই জিতেছে ভারত। তবে ২০১৭ সালে ইংল্যান্ডেই চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরে গিয়েছিল ভারত। শচীন বলেছেন, ‘পাকিস্তান দুর্দান্ত কামব্যাক করেছিল। আইসিসি ট্রফিতে শেষ সাক্ষাতে কিন্তু পাকিস্তান জিতেছিল। তাই ভারতীয় দলকে বলব আত্মবিশ্বাসী থাকো। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে। আমি জানি, রবি শাস্ত্রি, বিরাট কোহলি ও সিনিয়র ক্রিকেটাররা বিষয়টা বুঝতে পারছে। শুধু বলব, নিজেদের স্বাভাবিক খেলাটা খেলো।’ ধারে, ভারে ভারত যে এগিয়ে তা অবশ্য স্বীকার করে নিয়েছেন শচীন। ২০১৫ বিশ্বকাপের পর থেকে ধরলে ভারত চারবারের সাক্ষাতে তিনবার হারিয়েছে পাকিস্তানকে। ২০১৮ সালে এশিয়া কাপে দুবারই ভারত হারিয়েছিল পাকিস্তানকে। শচীনের কথায়, ‘জিততে থাকলে মানসিকতা বদলে যায়। কিন্তু দল হিসেবে বোধহয় অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়াই ভালো। আত্মবিশ্বাস থাকুক। মাঠে নেমে কঠিন পরিস্থিতিতে সেরাটা দাও।’ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিয়মিত ব্যবধানে উইকেট হারানোই পাকিস্তানের হারের কারণ। তবে ওরা যে শক্তিশালী তা উল্লেখ করে শচীন বলেন, ‘এই মুহূর্তে ভারত ১০০ শতাংশ ফেভারিট। গত কয়েক মাসে ভারত দারুণ উন্নতি করেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।’ অতিরিক্ত আত্মবিশ্বাসী না হতে, বিরাটদের সতর্কবার্তা শচীনের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close