ক্রীড়া ডেস্ক

  ১৬ জুন, ২০১৯

ভারতকেই এগিয়ে রাখলেন ওয়াসিম

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে ভারতকেই এগিয়ে রাখলেন। ব্যাটিং-বোলিং গভীরতার জন্য আজকের মহারণে সরফরাজদের বিপক্ষে কোহলিরা এগিয়ে থাকবে বলে মত সাবেক কিং অব সুইংয়ের।

আজ বিশ্বকাপের ধ্রুপদী লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ম্যাচের আগে ভারত ফুরফুরে থাকলেও বেশ কোণঠাসা অবস্থায় আছে পাকিস্তান। পরিস্থিতি নিয়ে ওয়াসিম বলেছেন, ‘এটি ভারতের অনুকূলে ৭০-৩০। ভারতের ব্যাটিংয়ে গভীরতা রয়েছে এবং তাদের বোলিংও ভালো। ভুবনেশ্বর কুমার ও বুমরাহ দারুণ ফর্মে আছে। সবমিলিয়ে ভারতে দারুণ এক গোছানো দল মনে হচ্ছে।’

ভারতের বিপক্ষে এর আগে বিশ্বকাপে ছয়বার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি পাকিস্তান। এই পরিসংখ্যানও পিছিয়ে রাখবে সরফরাজ-আমিরদের। বিশ্বকাপ এলেই ভারতের বিপক্ষে পাকিস্তান পেরে উঠে না কেন এমন প্রশ্নের কোনো উত্তর দিতে পারেননি ওয়াসিম। পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য কেবল বললেন, ‘এই কেনর কোনো উত্তর নেই।’

আজকের ম্যাচে জিততে হলে অতীত পরিসংখ্যানের দিকে না তাকাতে অনুজদের পরামর্শ দিয়েছেন ওয়াসিম, ‘এই পরিসংখ্যান মিডিয়াতে আলোচিত হবে, কিন্তু খেলোয়াড়দের এটি নিয়ে চিন্তা করতে হবে না। তাদের বরং ওই দিনের ম্যাচকে নিয়েই ফোকাস করতে হবে।’ তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে বেশ শক্ত অবস্থানে আছে ভারত। আসরে টানা দুই ম্যাচে সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে টিম ইন্ডিয়া। এরপর ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সেখানে বুধবার নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৪১ রানে হেরে ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার দিয়ে টুর্নামেন্ট শুরু করার পর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ছন্দে ফেরে দলটি। শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় পাকিস্তানকে। সেমিফাইনালে যেতে হলে শেষ ৫ ম্যাচের কমপক্ষে চারটি জিততে হবে সরফরাজদের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close