ক্রীড়া ডেস্ক

  ১৫ জুন, ২০১৯

নারী বিশ্বকাপ ফুটবল ২০১৯

ব্রাজিলকে হারিয়ে অস্ট্রেলিয়ার চমক

দুই গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতেই মাঠ ছাড়ল অস্ট্রেলিয়ার মেয়েরা। ফ্রান্সের মন্টেপিলারে নারী বিশ্বকাপ ফুটবলে ‘সি’ গ্রুপের ম্যাচে শক্তিশালী ব্রাজিলকে ৩-২ ব্যবধানে পরাজিত করেছে অস্ট্রেলিয়া।

পরশু খেলার শুরুতে অস্ট্রেলিয়াকে তুলোধুনো করে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিলের নারীরা। খেলার ২৭ মিনিটে মার্তার স্পটকিকে লিড নেয় ব্রাজিল। বিশ্বকাপে এটি মার্তার ১৬তম গোল। তা ছাড়া এই গোলের সুবাদে টানা পাঁচটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন মার্তা। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ানি।

দুই গোলে এগিয়ে থেকে ব্রাজিল কিছুটা শিথিল করে ফেলে খেলা। সেই সুযোগে প্রথমার্ধের ইনজুরি টাইমের প্রথম মিনিটে ব্যবধান ২-১-এ নামিয়ে আনেন ফোর্ড।

দ্বিতীয়ার্ধে আবার গোল পরিশোধের চেষ্টা করে অস্ট্রেলিয়ার নারীরা। ৫৮ মিনিটে লোগার্জো ম্যাচে ২-২-এ সমতা ফেরান। অবশ্য এই গোলের রেশ না কাটতেই ৬৬ মিনিটে মনিকার আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। বাকি সময়ে চেষ্টা করেও সেই গোল শোধ করতে পারেনি ব্রাজিলের নারীরা। তাতে পরাজয় নিয়ে মাঠ ছাড়েন ব্রাজিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close