ক্রীড়া প্রতিবেদক

  ১৪ জুন, ২০১৯

ফুটবলে বাজেট বরাদ্দ ২০ কোটি

অতীতের দুঃসময় কাটিয়ে মাঠে ঝলক দেখালেও বাংলাদেশ ফুটবলের অগ্রগতিতে সবচেয়ে বড় সমস্যা ছিল অর্থাভাব। সেটা কাটিয়ে উঠার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জন্য ২০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

২০১৯-২০ অর্থবছরের জন্য কাল বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। প্রস্তাবনায় বলেন, ‘দেশব্যাপী ক্রীড়া ও সংস্কৃতি অবকাঠামোর উন্নয়ন এবং জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রকার প্রতিযোগিতা, অনুষ্ঠান আয়োজনে সরকার ভূমিকা রেখে চলেছে। বিভিন্ন খেলায় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।’ এ সময় ফুটবল ফেডারেশনের জন্য বরাদ্দ চেয়ে তিনি বলেন, ‘২০১৯-২০ অর্থবছরের বাজেটে ফুটবলের উন্নয়নের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে ২০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার প্রস্তাব করছি।’ বাংলাদেশের ক্রীড়া জগতে বিশেষ অনুরাগী হিসেবে খ্যাতি আছে আ হ ম মুস্তফা কামালের। তিন দশক ধরে দেশের ক্রিকেটে একজন প্রশাসক ছিলেন তিনি। বাংলাদেশের প্রথিতযশা ক্রিকেট ক্লাব আবাহনী লিমিটেডের পরিচালক ছিলেন। ছিলেন বিসিবির সভাপতি ও ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রেসিডেন্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close