reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জুন, ২০১৯

লাল কার্ড

ক্রিকেটেও এবার রাখা হয়েছে লাল কার্ড। শুনতে অবাক লাগলেও এবার বিশ্বকাপে মাঠে অশালীন আচরণ রুখতে আইসিসি লাল কার্ড সিস্টেম চালু করেছে।

কোনো ক্রিকেটারকে মাঠ থেকে বের করে দেওয়ার জন্য লাল কার্ড আইন চালু করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত আপিল, আম্পায়ারের চূড়ান্ত সিদ্ধান্তের প্রতি উষ্মা প্রকাশ, ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষ ক্রিকেটারকে বল থ্রো করা অথবা ধাক্কা দেওয়া বা রান নেওয়ার সময় বাধা দিলে বিপক্ষ দল পাবে ৫ রান। আর লাল কার্ড পাবে তারাই, যারা আম্পায়ার, প্রতিপক্ষের ক্রিকেটার, কর্মকর্তা বা দর্শককে হুমকি দিবে। লাল কার্ডের জন্য নির্দিষ্ট সংখ্যক ওভার দোষী ক্রিকেটারকে বাইরে থাকতে হবে। পাশাপাশি ৫ রান পেনাল্টিও দিতে হতে পারে দলকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close