reporterঅনলাইন ডেস্ক
  ১৪ জুন, ২০১৯

বাঁকা চোখে

স্বপ্ন

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও দুর্দান্ত পারফর্ম করেছেন আমির-ওয়াহাব জুটি। তাদের ঘিরে এখনো স্বপ্ন দেখছে পাকিস্তান। বল হাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেট নিয়ে ম্যাচের দৃশ্যপট পাল্টে দিয়েছিলেন আমির। ওয়ার্নারের সেঞ্চুরির পরও অস্ট্রেলিয়া ৩০৭ রানে আটকানোর প্রধান কারিগর ছিলেন তিনি। পরে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তানকে ফের ফিরিয়ে এনেছিলেন ওয়াহাব। তার দুর্ধর্ষ ব্যাটিংয়ে কেঁপে উঠেছিল প্রতিপক্ষের শিবির। কিন্তু বিশ্বকাপের সবচেয়ে সূক্ষ্মতম স্পর্শে ওয়াহাব ফিরে গেছেন। তাতেই অস্ট্রেলিয়ার জয় একরকম নিশ্চিত হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে পারলেও আমির-ওয়াহাব জুটি অল্পের জন্য ব্যর্থ হয়েছে। আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৩০ মাত্রে ৫ উইকেট নিয়েছেন। থামিয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার রানের গতি। অন্যদিকে, ৩টি ছক্কায় ওয়াহাব রিয়াজ খেলেছিলেন ৪৫ রানের চোখ ধাঁধানো এক ইনিংস।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close