ক্রীড়া ডেস্ক

  ১২ জুন, ২০১৯

আর বিশ্বকাপ খেলা হবে না ডি ভিলিয়ার্সের

বিশ্বকাপে খেলতে চেয়েছিলেন এ বি ডি ভিলিয়ার্স। কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড না করে দেয় ডি ভিলিয়ার্সের অনুরোধ। এত দিন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসি চুপ ছিলেন। এবার এ বিকে নিয়ে মন্তব্য করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। কেন ফেরানো হলো না ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’কে? ডু প্লেসি জানান, এ বি তাকে ফোন করে মাঠে প্রত্যাবর্তনের আর্জি জানান। কিন্তু, তার কথা রাখতে পারেননি ডু প্লেসি। তার এবং ডি ভিলিয়ার্সের মধ্যে কী কথা হয়েছিল? তা এবার প্রকাশ করলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর ডু প্লেসি বলেন, ‘আমার সঙ্গে ডি ভিলিয়ার্সের ফোনে কথা হয় দল ঘোষণার আগের দিন রাতে। বিশ্বকাপ খেলতে চান বলে আমাকে বলেছিলেন ডিভিলিয়ার্স। কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গিয়েছিল।’

ডু প্লেসি আরো বলেন, ‘আমি ডি ভিলিয়ার্সকে বলি আগামীকাল দল ঘোষণা হবে। তাই এখন আমার আর কিছুই করার নেই। তবে আমি কোচ আর নির্বাচকদের সঙ্গে কথা বলে দেখব।’ ডু প্লেসি দাবি করেন, তিনি কোচ এবং নির্বাচকদের কাছে ডি ভিলিয়ার্সের আবেদনের কথা জানিয়েছিলেন। কিন্তু কোচ ওটিস গিবসন এবং নির্বাচকরা ততক্ষণে দলের তালিকা চূড়ান্ত করে ফেলেছিলেন। তার ফলে দলে আর পরিবর্তন সম্ভব ছিল না। গত বছর ১৮ মে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা করেছিলেন এবি। বিশ্বকাপ খেলতে চেয়ে ডু প্লেসির কাছে অনুরোধ করেছিলেন এ বি ডি। কিন্তু, তার অনুরোধ রাখা হয়নি। দুই বন্ধুর সম্পর্কে চিড় ধরবে না তো? দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন, ‘এ বি আমার খুব ভালো বন্ধু। এই ধরনের ঘটনা আমাদের বন্ধুত্বে কোনো প্রভাব ফেলবে না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close