ক্রীড়া ডেস্ক

  ১২ জুন, ২০১৯

পাকিস্তান ম্যাচে নেই স্টয়নিস

ভারতের কাছে হারের ধাক্কা সামলে ওঠার আগেই খারাপ খবর অস্ট্রেলিয়া শিবিরে। পেশিতে টান লাগায় পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে ছিটকে গেলেন নির্ভরযোগ্য অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ওভালে ভারতের বিরুদ্ধে বোলিং করার সময় পেশিতে টান লাগে স্টয়নিসের। ক্রিকেটের পরিভাষায় এই ‘সাইড স্ট্রেন’-এর রেশ দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাই প্রাথমিকভাবে পাকিস্তানি ম্যাচ থেকে ছিটকে গেলেও কবে ম্যাচ ফিট হয়ে উঠবেন স্টয়নিস, তা বলা সম্ভব নয়। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যাক-আপ অলরাউন্ডার হিসেবে মিচেল মার্শকে ইংল্যান্ডে পাঠাচ্ছে। যদিও স্টয়নিসের এখনই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কোনো খবর নেই।

আইসিসির নিয়ম অনুযায়ী একবার বিশ্বকাপের বাইরে চলে গেলে কোনো ক্রিকেটারের পক্ষে আবার স্কোয়াডে ফেরা সম্ভব নয়। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া তাড়াহুড়ো না করে সময় নিয়ে পরবর্তী পদক্ষেপ নিতে চাইছে। আপাতত স্টয়নিসের পরিবর্তে পাকিস্তান ম্যাচে অস্ট্রেলিয়াকে খেলাতে হবে স্কোয়াডের বাকি চার ক্রিকেটার শন মার্শ, কেন রিচার্ডসন, জেসন বেহরেনডর্ফ ও নাথন লায়নের মধ্য থেকে কোনো একজনকে। মিচেল মার্শ শেষবার অস্ট্রেলিয়ার হয়ে ওয়ান ডে খেলেছেন গত বছর জানুয়ারিতে। অর্থাৎ প্রায় দেড় বছর তিনি দেশের জার্সিতে ওয়ান ডে খেলেননি। ভারতের বিরুদ্ধে মেলবোর্নে বক্সিং ডে টেস্টের পর তিন ফরমেটের ক্রিকেটেই জাতীয় দলের বাইরে চলে যান মিচেল মার্শ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close