ক্রীড়া ডেস্ক

  ১১ জুন, ২০১৯

বুমরাহর বলেও পড়ল না বেল!

জসপ্রীত বুমরার প্রথম বলেই ফিরে যেতে পারতেন ডেভিড ওয়ার্নার। তার দুর্দান্ত গতিময় ডেলিভারি ওয়ার্নারের ভেতরের দিকে সুইং করে। তারপর বাঁ-হাতি ওপেনারের ব্যাটে বল লেগে স্টাম্প ছুঁয়ে চলে যায় পেছনের দিকে। কিন্তু উইকেটে বল লাগা সত্ত্বেও বেল পড়ল না! চলতি বিশ্বকাপে এ নিয়ে পঞ্চমবার উইকেটে বল লাগা সত্ত্বেও বেল না পড়ার ঘটনা ঘটল।

ক্রিকেট মহলে প্রশ্ন, ইদানীং এ সমস্যার কারণ কী? গত আইপিএলেও একই ধরনের বেল ব্যবহার করা হয়েছে এবং সেখানেও বেশ কয়েক দফা এই ঘটনার সাক্ষী থেকেছেন দর্শকরা। ওয়ার্নারের ওই ঘটনার পর উত্তাল বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইট। অনেকে বেলের সঙ্গে দুটি ইট বেঁধে সেই ছবি আপলোড করেছেন। এ ব্যাপারে কিউই অলরাউন্ডার জিমি নেশামের ব্যাখ্যা, ‘বর্তমানে এলইডি বেলগুলোতে আলো জ্বলে। সেই আলো জ্বালানোর জন্য বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জামের প্রয়োজন। তার জন্য বেল ভারী হয়ে যেতে পারে। তাই আজকাল উইকেটে লেগেও বেল পড়ছে না।’ এ সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় কী? জিমির ব্যাখ্যা, ‘যদি বেল সামান্য সরু করে দেওয়া যায়, তাহলে হয়তো এ সমস্যা মিটবে।’ সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারও এ বিষয়ে ক্ষুব্ধ। তার টুইট, ‘বিশ্বকাপেই পঞ্চমবার দেখলাম, স্টাম্পে বল লাগল অথচ বেল পড়ল না। সারা জীবনে পাঁচবার এ ঘটনা ঘটতে দেখিনি। প্রতিযোগিতার দশ দিনের মধ্যেই পঞ্চমবার একই ঘটনা ঘটল। বিষয়টি নিয়ে ভাবার সময় হয়ে গেছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close