reporterঅনলাইন ডেস্ক
  ১১ জুন, ২০১৯

এক স্লিপ

বিদায়

ক্যানসার জয়ী যুবরাজ সিং ইতি টানলেন আন্তর্জাতিক ক্রিকেটের। কাল মুম্বাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ের নায়ক। বলেছেন, ‘২২ গজে ২৫ বছর যথেষ্ট হয়েছে। এক দিনের ক্রিকেটে প্রায় ১৭ বছর। এবার অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললাম। অনেক কিছু শিখিয়েছে ক্রিকেট। কীভাবে লড়তে হয়, কীভাবে পড়তে হয়, আবার ধুলো মেখে কীভাবে ফের উঠে দাঁড়াতে হয়।’ যুবি ভারতের হয়ে ৪০০টি ম্যাচ খেলেছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ৬ বলে ৬টি ছয় মেরে ব্যাপক আলোচনায় এসেছিলেন যুবি। একমাত্র যুবিই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা ক্রিকেটার। বিশ্বকাপে ম্যান অব দ্য সিরিজও হয়েছিলেন যুবরাজ। তবে ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন, অবসর নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন তিনি।

পৌষ মাস

কারো পৌষ মাস; কারো সর্বনাশ। জাপান দেখা পেয়েছে পৌষ মাসের। আর সর্বনাশ পাপুয়া নিউ গিনির। তাদের কপাল পুড়েছে শৃঙ্খলা ভঙ্গের কারণে। ফলে নীতি-নির্ধারণী ম্যাচ না খেলেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুযোগ পেয়েছে জাপান। এটাই প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটে জাপানের প্রবেশ। পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলেই জাপানের বিশ্বকাপ নিশ্চিত করার কথা ছিল। কিন্তু ম্যাচটিই অনুষ্ঠিত হয়নি। অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের কারণে পাপুয়া নিউ গিনি কর্তৃপক্ষ ১৪ সদস্যের স্কোয়াডের ১১ জনকেই বহিষ্কার করে। ফলে চূড়ান্ত ওই ম্যাচের জন্য দল গঠনে ব্যর্থ হয়েছে তারা। পাপুয়া নিউ গিনি কোড অব কন্ডাক্ট মেনে চলার ব্যাপারে খুবই কঠোর। ম্যাচ বাতিল হওয়ায় কপাল খুলে যায় জাপানের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close