ক্রীড়া ডেস্ক

  ১১ জুন, ২০১৯

ফের বল বিকৃত করল অস্ট্রেলিয়া!

বল বিকৃতি (টেম্পারিং) কা-ের ভূত কি আবার ফিরে এলো? রোববার লন্ডনের দ্য ওভালে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারায় ভারত। এই ম্যাচ চলাকালে দেখা যায়, অজি স্পিনার অ্যাডাম জ্যাম্পা বারবার পকেটে হাত দিচ্ছেন। তারপর কিছু একটা বের করে বল ঘষছিলেন বলে মনে হয়েছে অনেকের। জ্যাম্পার ওই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। প্রশ্ন উঠেছে, তবে কি বল বিকৃত করার চেষ্টা করছিলেন অজি লেগ স্পিনার? গেল বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির দায়ে নির্বাসিত হতে হয় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটকে। নির্বাসন কাটিয়ে এই ত্রয়ী ফিরে এলেও সেই স্মৃতি এখনো টাটকা অজি সাজঘরে। এর মধ্যেই দ্য ওভালে জ্যাম্পাকে ঘিরে নতুন করে তৈরি হয়েছে বিতর্ক। অনেকের মতে, ভারতকে হারানোর জন্য ভিন্ন পন্থা অবলম্বন করেছিলেন জ্যাম্পা। যদিও অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারোন ফিঞ্চ এই বিতর্কে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন। ফিঞ্চ বলেন, ‘আমি ছবি দেখিনি। কিন্তু আমি জানি ওর পকেটে হ্যান্ড ওয়ার্মার থাকে। প্রতিটি ম্যাচেই হ্যান্ড ওয়ার্মার সঙ্গে রাখে জ্যাম্পা।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close