ক্রীড়া ডেস্ক

  ১১ জুন, ২০১৯

ক্লে রাজার এক ডজনে উচ্ছ্বসিত কিংবদন্তিরা

ফ্রেঞ্চ ওপেনে রাফায়েল নাদালের অনন্য কীর্তির পর অভিনন্দনের জোয়ার বইছে সোশ্যাল মিডিয়ায়। সাধারণ টেনিসপ্রেমী থেকে শুরু করে ক্রীড়া জগতের কিংবদন্তি, সবাই মজেছেন নাদালের ভূয়সী প্রশংসায়। ক্লে কোর্টের রাজাকে তারিফের সমুদ্রে ভাসানোদের তালিকায় আছেন কিংবদন্তি গলফ তারকা টাইগার উডসও। তিনি বলেন, ক্লে কোর্টের রাজা কারো সঙ্গে সম্পদ ভাগ করতে চায় না। অভিনন্দন ১২ নম্বর ফরাসি ওপেন জয়ের জন্য। নাদালকে অভিনন্দন জানিয়েছে রিয়াল মাদ্রিদ ক্লাবও। সুইস টেনিস তারকা স্ট্যান ওয়ারিঙ্কাও শুনিয়েছেন প্রশংসাবাক্য। মার্গারেট কোর্টের ১১টি অস্ট্রেলিয়ান ওপেন জয়ের রেকর্ড ভেঙে আবেগে ভাসেন খোদ নাদালও। রোববার রাতে ফেঞ্চ ওপেনের ১২ নম্বর খেতাব জিতে অনন্য নজির গড়েছেন তিনি। টেনিসের ইতিহাসে একই গ্র্যান্ড সø্যাম সর্বাধিকবার জয়ের রেকর্ডের পাশে এখন রাফার নাম। গত সপ্তাহে ৩৩-এ পা দেওয়া স্প্যানিশ মহাতারকা এক ডজন পূরণের সঙ্গে ফ্রেঞ্চ ওপেনে তার জয়-পরাজয়ের পরিসংখ্যানও নিয়ে গেছেন ৯৩-২ এ।

পরশু রাতে জয়ের পর টেনিস কিংবদন্তি রড লেভারের হাত থেকে ট্রফি নেন নাদাল। এ সময় প্রতিপক্ষের প্রশংসা করে বলেন, তোমায় ধন্যবাদ জানাতে চাই ডমিনিক (থিম)। ভবিষ্যতে ফরাসি ওপেন জেতার সব সম্ভাবনা রয়েছে তোমার। তিনি আরো যোগ করেন, এখানে (রোঁলা গাঁরোতে) আরো একবার ট্রফি জয় স্বপ্নের মতো লাগছে। অসাধারণ একটি মুহূর্ত। যখন প্রথমবার ২০০৫ সালে এখানে খেলতে নেমেছিলাম, ভাবিনি ২০১৯ পর্যন্ত এভাবে খেলে যেতে পারব। তাই এই জয় আমার কাছে স্পেশাল। রানার্স আপ ডমিনিক থিম বলেন, সর্বস্ব উজাড় করে চেষ্টা করেছি। কিন্তু পারিনি। রাফা, তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন। টেনিসের কিংবদন্তি।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close