ক্রীড়া ডেস্ক

  ১০ জুন, ২০১৯

জেসন রয় প্রতিপক্ষের ত্রাস!

কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে জেসন রয়ের ১২১ বলের ১৫৩ রানের ইনিংসটাই বলে দেয় সব। তার ব্যাটিং তা-ব ইংল্যান্ডের ইমারতসম পুঁজির মঞ্চটা গড়ে দিয়েছিল। তাই ম্যাচের পর ওপেনার রয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন ইংলিশ অধিনায়ক ওয়িন মরগান। সরাসরি বলেছেন, ‘জেসন রয় থাকা মানে প্রতিপক্ষ শিবিরে ত্রাস ছড়ানো।’

টপ অর্ডারকে প্রশংসায় ভাসিয়ে মরগান বলেন, ‘দুই ওপেনার মূল মঞ্চটা গড়ে দিয়েছে। তাদের (রয়-বেয়ারস্টো) ব্যাটিং দেখতে ভালোই লাগে, বিশেষ করে রয় যখন প্রতিপক্ষ শিবিরে ত্রাস ছড়ায়। তার আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষের ওপর যে প্রভাব ফেলে, সেটা খুব কার্যকরী।’

বাংলাদেশের বিপক্ষে ১০৬ রানের বিশাল জয়ে মরগান নিজেদের মূল্যায়ন করেন এভাবে, ‘স্পিন-সুইং যেভাবেই আক্রমণ করা হোক আমরা প্রস্তুত। আর্চার, উড, ওকস আর স্টোকস আমাদের বোলিং লাইনে আছে। ফলে তারা থাকায় নেতৃত্ব দিতে অসুবিধা হয় না। আজকেও (শনিবারও) তার ব্যতিক্রম ছিল না।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close